“দ্রুত, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছি। ইমিডিয়েটলি যে কয়টা সমস্যার সমাধান করা দরকার, তা আমরা তা করব’’, বলেন তিনি।
Published : 30 Oct 2024, 07:47 PM
পুঁজিবাজারে যেসব সমস্যা আছে, তার সমাধানে সব কিছু করার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের আশ্বস্ত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার কথা জানালেও কী কী করবেন, সে বিষয়ে অবশ্য এখনই বলবেন না তিনি।
প্রথমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি কার্যালয়ে গিয়ে সংস্থাটির সঙ্গে বৈঠকের পর উপদেষ্টা এই কথা বলেন।
পুঁজিবাজারে টানা দরপতনের মধ্যে মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ মঙ্গলবার বিনিয়োগকারীদেরকে প্রণোদনা দেওয়ার কথা বলার পর দুই দিনে সূচক বেড়েছে আড়াইশ পয়েন্টের বেশি। এর মধ্যে মঙ্গলবার বেড়েছে ১১৮ পয়েন্ট, বুধবার এই বৈঠকের দিন বেড়েছে ১৪৭ পয়েন্ট।
বৈঠক থেকে বের হয়ে সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘‘আমরা শেয়ার মার্কেটের যত সমস্যা আছে তা নিয়ে আলোচনা করেছি। সমস্যা সমাধান করে একটা আন্তর্জাতিক মানের শেয়ার মার্কেট করা যায় তার জন্য চেষ্টা করছি। দ্রুত, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছি। এ পরিকল্পনা এখন আমি বলব না।’’
বিনিয়োগকারী, বিশেষ করে ‘ছোট পর্যায়ের’ বিনিয়োগকারীদের আশ্বস্ত করে তিনি বলেন, “ইমিডিয়েটলি যে কয়টা সমস্যার সমাধান করা দরকার, তা আমরা তা করব।
‘‘পুঁজিবাজার আন্তর্জাতিক মানের হয়নি, এমনকি পার্শ্ববর্তী দেশের মত হয়নি। আমরা চেষ্টা করছি আন্তর্জাতিক মানে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে যাওয়ার।’’
এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবেও আশাবাদী অর্থ উপদেষ্টা।
বৈঠকে পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে বিএসইসি। মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিষয়টি নিয়েও আলোচিত হয়।
বিএসইসির পক্ষ থেকে মূলধনি অর্থাৎ শেয়ার বিক্রির আয়ের ওপর কর হার এবং প্রাইভেট ও পাবলিক কোম্পানির ক্ষেত্রে কর হারে পার্থক্য যৌক্তিককরণ, আইসিবিকে প্রয়োজনীয় তহবিল সরবরাহ করে তারল্য বাড়ানোর প্রস্তাব করা হয়।
সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোকে সরাসরি তালিকাভুক্তি, বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্তির বিশেষ ছাড়, দীর্ঘমেয়াদি অর্থায়নে ব্যাংকের বদলে আবশ্যিকভাবে পুঁজিবাজার হতে একটি অংশ নেওয়া, আর্থিক দণ্ড থেকে পাওয়া অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সুরক্ষায় তহবিল পরিচালনা, ঋণাত্বক বিনিয়োগ (ইক্যুইটি) সংক্রান্ত সমস্যার কার্যকর সমাধান করতে সরকারের কাছ থেকে নীতি নির্ধারণী সহায়তাও চায় বিএসইসি।
আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এই বৈঠকে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, আলী আকবর ও ফারজানা লালারুখ উপস্থিতি ছিলেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মন্ডল, বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিমসহ নির্বাহী পরিচালকেরাও উপস্থিত ছিলেন।