এদিন ডিএসইতে লেনদেন হয় ৩৩০ কোটি ৫৯ লাখ টাকা।
Published : 01 Jan 2025, 06:13 PM
নতুন বছরের প্রথম দিনে দেশের বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে সূচকের উত্থান প্রবণতায় লেনদেন শুরু হয়, যা চলে শেষ বেলা পর্যন্ত।
আগের দিনের চেয়ে বুধবারের লেনদেন শেষে মূল্যসূচকে যোগ হয় এক দশমিক ৭১ পয়েন্ট। আগের দিন সূচক ছিল ৫ হাজার ২১৬ পয়েন্ট।
গত তিন দিনও সূচকের উত্থান ছিল এ বাজারে।
বুধবার সকালে লেনদেন শুরু হলে ক্রয় চাপের সঙ্গে সূচক উপরের দিকে উঠতে থাকে। লেনদেনের প্রথম ২০ মিনিটে সূচকে আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বাড়ে অর্থাৎ ডিএসই মূল্যসূচক ওঠে ৫ হাজার ২৪১ পয়েন্টে।
এরপর কিছুটা বিক্রয় চাপ দেখা দিলে সূচকে সংশোধন হয়ে লেনদেন চলতে থাকে। শেষ বেলায় চূড়ান্তভাবে সূচকে যোগ হয় পৌনে দুই পয়েন্ট।
দিনের প্রথমভাগে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়লেও শেষ বেলায় বিপরীত চিত্র দেখা যায়।
দিনশেষে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর হারানোতে ডিএসইতে লেনদেন হয় ৩৩০ কোটি ৫৯ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয় ৩৭৩ কোটি ৮৬ লাখ টাকা।
দিনের প্রথম ভাগে ওষুধ ও রসায়ন খাত, ব্যাংক, বস্ত্র, প্রকৌশল, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার দরে ইতিবাচক থাকলেও শেষ বেলায় মিশ্র ধারায় লেনদেন হয়।
লেনদেনে আসা ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বৃদ্ধি পায় ১৩১টির, কমে ১৮৫টির ও আগের দরে লেনদেন করে ৮০টি।
দিন শেষে ক্লোজিং প্রাইস বিবেচনায় ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে জাহিন স্পিনিং, ইন্ট্রাকো ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
অন্যদিকে দর হারানোর শীর্ষে চলে আসে ওরিয়ন ইনফিউশন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ।