পাঁচ বছর পর উৎপাদনে এমারেল্ড অয়েল
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2022 09:52 PM BdST Updated: 10 Jan 2022 07:13 PM BdST
পাঁচ বছর বন্ধ থাকার পর বাণিজ্যিক উৎপাদনে ফিরেছে এমারেল্ড অয়েল।
ঋণ কেলেংকারির কারণে বন্ধ হয়ে যাওয়া ধানের কুঁড়া থেকে ভোজ্যতেল উৎপাদনকারী কোম্পানিটি নতুন মালিকানায় এসে আবার কার্যক্রম শুরু করেছে।
রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন উৎপাদন শুরুর বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এর আগে সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ রোববার থেকে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জামালপুরে অবস্থিত কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির দুই বছর পরই কোম্পানিটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক বেসিক ব্যাংক ঋণ কেলেঙ্কারি জড়িয়ে জেলে যান। পরে জামিন নিয়ে দেশের বাইরে চলে গেলে কোম্পানির কার্যক্রম ২০১৬ সাল থেকে বন্ধ হয়ে যায়।
পরে কোম্পানিটিকে চালু করতে গত বছরের প্রথম দিকে এমারেল্ড অয়েলের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
২০২১ সালের মাঝামাঝি সময়ে মিনোরি বাংলাদেশ নামে জাপানি একটি কোম্পানি এমারেল্ড অয়েলের শেয়ার কিনে মালিকানায় আসে।
এরপর বিভিন্ন সময় উত্পাদন শুরুর কথা থাকলেও তা করতে পারেনি।
এতদিন স্পন্দন ব্র্যান্ডের রাইস ব্র্যান ভোজ্যতেল এবং ডিওআরবি তৈরি করত কোম্পানিটি।
চালের কুঁড়া থেকে তেল বের করে ফেলার পর উপজাত হিসেবে ডিওআরবি থাকে, যা মাছের বা মুরগির খাদ্য হিসেবে ব্যবহার করা যায়।
আরও পড়ুন:
ঋণের দায় নিয়ে সমঝোতার খবর অস্বীকার এমারেল্ড অয়েলের
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি