জিপিএইচ ইস্পাতের নতুন কারখানায় আংশিক উৎপাদন শুরু

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাতের নতুন কারখানায় আংশিক উৎপাদন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 02:43 PM
Updated : 21 June 2021, 02:43 PM

সোমবার কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জকে এই তথ্য জানিয়েছে।  

স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত এই তথ্যে বলা হয়েছে, সোমবার থেকে আংশিক উৎপাদন শুরু হলেও পুরো উৎপাদনে যেতে সময় লাগবে।

কারণ নতুন কারখানায় যে মেশিন বসানো হয়েছে সেটি সরবরাহ করেছে অস্ট্রিয়ার কোম্পানি প্রাইমেটাল।

জিপিএইচ ইস্পাত জানিয়েছে, করোনাভাইরাসের কারণে বর্তমানে প্রাইমেটাল থেকে কোনো মেশিন বিশেষজ্ঞ বাংলাদেশে আসছেন না।

এই নতুন কারখানায় উৎপাদন শুরুর কথা ছিল ২০১৯ সালের শেষ দিকে।

সোমবার এই খবরে কিছুটা দাম বেড়েছে জিপিএইচ ইস্পাতের শেয়ারের। আগের দিনের চেয়ে ৯০ পয়সা বেড়ে দিন শেষে মূল্য ছিল ৩৭ টাকা ৪০ পয়সা। গত রোববার সর্বশেষ দরছিল ৩৬ টাকা ৫০ পয়সা।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭১ লাখ ৫ হাজার ৮৯১টি। এর মধ্যে ৪৯ দশমিক ৬১ শতাংশ আছে পরিচালকদের হাতে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৮ দশমিক ৮১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩১ দশমিক ৫৮ শতাংশ শেয়ার আছে।

জিপিএইচ ইস্পাতের বর্তমান বাজার মূলধন ২ হাজার ৭ কোটি টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১ হাজার ৪৪৯ কোটি ৪৪ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ১৩৪ কোটি ৭২ লাখ টাকা।

আরও পড়ুন: