চীনে কাঁচামাল রপ্তানি করবে জিপিএইচ ইস্পাত

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত চীনে ৮৬ কোটি টাকার রড বানানোর আধা সমাপ্ত কাঁচামাল রপ্তানি করবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2020, 07:07 PM
Updated : 13 Oct 2020, 07:07 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) ওয়েবসাইটে জিপিএইচ ইস্পাতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

জিপিএইচ ইস্পাত বলছে, তারা চীনে ২৫ হাজার মেট্রিক টন এমএস বিলেট বা রড বানানোর আধা সমাপ্ত কাঁচামাল রপ্তানি করবে।

এর মূল্য হবে ১ কোটি ১ লাখ ৭৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় হয় ৮৬ কোটি ২৯ লাখ টাকার মত। (প্রতি ডলার ৮৪ টাকা ৮১ পয়সা হিসাবে)

বাংলাদেশের পুঁজিবাজারে ২০১২ সালে তালিকাভুক্ত হয়েছে জিপিএইচ ইস্পাত। লেনদেন হচ্ছে ‘এ’ ক্যটাগরিতে।

জিপিএইচ ইস্পাতের শেয়ার মঙ্গলবার ঢাকার পুঁজিবাজারে ২৬ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। আগের দিন লেনদেন হয়েছিল ২৫ টাকা ৩০ পয়সায়।

জিপিএইচ ইস্পাত ২০১৯ সালে মুনাফা করেছে ৮০ কোটি ৬২ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছে প্রতি ১০০ শেয়ারে ৫টি নতুন শেয়ার এবং প্রতি শেয়ারে নগদ ৫০ পয়সা করে।

পুঁজিবাজারে কোম্পানিটির ৩৭ কোটি ৮১ লাখ ৯৬ হাজার ৮৮টি শেয়ার আছে।

এর মধ্যে ৪৯ দশমিক ৬১ শতাংশ আছে পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৬ দশমিক ৪০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৩ দশমিক ৯৯ শতাংশ শেয়ার আছে।

জিপিএইচ ইস্পাত কোম্পানি লিমিটেডের বর্তমান বাজার মূলধন ৯৫৬ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৭৮ কোটি ১৯ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ১৪১ কোটি ৩২ লাখ টাকা।