অক্সিজেন কারখানায় বিনিয়োগ করছে না জিপিএইচ ইস্পাত

বাংলাদেশের পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত জানিয়েছে অক্সিজেন উত্পাদন কারখানায় ৪৩ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত পরিচালনা পর্ষদ নেয়নি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2021, 02:27 PM
Updated : 12 May 2021, 02:27 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

জিপিএইচ ইস্পাতের এই বিনিয়োগের খবর কিছুদিন আগে গণমাধ্যমে আসে।

বিনিয়োগের তথ্য মূল্য সংবেদনশীল তথ্য। তাই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পক্ষ থেকে জিপিএইচ ইস্পাতের কাছে বিষয়টি নিয়ে চলতি মাসে ৬ তারিখে জানতে চাওয়া হয়।

জিপিএইচ ইস্পাত ডিএসইর এই চিঠির উত্তরে জানিয়েছে, কোম্পানির পরিচালনা পর্ষদ এখনও এ ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নেয়নি।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস 

বাংলাদেশের পুঁজিবাজারে ওষুধ খাতে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি জানিয়েছে কেনিয়ার নাইরোবিতে স্থাপিত তাদের ওষুধ কারখানা চলতি বছরের অগাস্ট মাস থেকে উত্পাদনে যেতে পারে।

কিছুদিন আগে গণমাধ্যমে খবর এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস নাইরোবিতে ওষুধ কারখানা স্থাপন করেছে।

মূল্য সংবেদনশীল এই তথ্যের বিষয়ে ডিএসইর পক্ষ থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কাছে ৯ মে জানতে চাওয়া হয়।

জবাবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, কেনিয়ার সরকারি সংস্থা অনুমোদন দিলে অগাস্ট মাস থেকে সেই কারখানায় উত্পাদন শুরু হতে পারে।