ইনডেক্স এগ্রোর লেনদেন শুরু বুধবার

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছেড়ে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করা ইনডেক্স এগ্রোর শেয়ারের লেনদেন বুধবার শুরু হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2021, 01:14 PM
Updated : 6 April 2021, 01:14 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি ‘INDEXAGRO’ কোড নিয়ে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেনে থাকবে।

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি গত ১০ সেপ্টম্বর ইনডেক্স এগ্রোকে আইপিও ছাড়ার অনুমোদন দেয়।

শেয়ার বরাদ্দ পেতে ২৩ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন সংগ্রহ করা হয়। ৪ এপ্রিল বিনিয়োগকারীদের বিও হিসাবে শেয়ার যোগ হয়।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবন্ধন পেয়েছে ২০০০ সালের সেপ্টেম্বরে।  এ কোম্পানির চেয়ারম্যান হিসেবে আছেন মাজহারুল কাদের; আর মাহিন বিন মাজহার ব্যবস্থাপনা পরিচালক।

সর্বশেষ ২০১৯ সালে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২৭ কোটি ৫৭ লাখ টাকা মুনাফা করে। ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য ৪৪ টাকা ৬ পয়সা এবং শেয়ার প্রতি মুনাফা ৭ টাকা ৭ পয়সা।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এএফসি ক্যাপিট্যাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

মঙ্গলবার ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে তাদের ২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসের তথ্য প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে ২০ সালের জুলাই-ডিসেম্বর সময়ে তারা মুনাফা করেছে ১৩ কোটি ১০ লাখ টাকা 

আগের বছর এই সময় তাদের মুনাফা ছিল ১৪ কোটি ১১ লাখ।