ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের আইপিওর জন্য আবেদন শুরু

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গণপ্রস্তাবের (আইপিও) জন্য আবেদন জমা নেওয়া সোমবার থেকে শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2021, 01:57 PM
Updated : 22 Feb 2021, 01:57 PM

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়বসাইটে জানানো হয়েছে।

একটি বিও অ্যাকাউন্টের বিপরীতে সর্বোচ্চ এক লট শেয়ারের জন্য আবেদন করা যাবে।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের আইপিওর প্রতি লটে থাকছে ১০০টি করে শেয়ার। প্রতিটির দাম ৫০ টাকা।

সে হিসেবে পাঁচ হাজার টাকায় ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডর আইপিওতে আবেদন করতে পারবেন বিনিয়োগকারীরা।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিএসইসিকে জানিয়েছে, এই ৫০ কোটি টাকা দিয়ে তারা নতুন যন্ত্রপাতি কিনে ব্যবসা সম্প্রসারণ করবে।

এর আগে বিল্ডিং পদ্ধতিতে ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে কোম্পানিটির প্রান্ত-সীমা মূল্য হয় ৬২ টাকা।

প্রান্তসীমা মূল্য থেকে ১২ টাকা কমে ৫০ টাকায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য দাম ঠিক হয় ।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবন্ধন পেয়েছে ২০০০ সালের সেপ্টেম্বরে। তারা মাছ ও মুরগির খাবার তৈরি করে এবং একদিন বয়সি মুরগির বাচ্চা উত্পাদন করে।

এ কোম্পানির চেয়ারম্যান হিসেবে আছেন মাজহারুল কাদের; আর মাহিন বিন মাজহার ব্যবস্থাপনা পরিচালক।

সর্বশেষ ২০১৯ সালে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২৭ কোটি ৫৭ লাখ টাকা মুনাফা করে। ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের আর্থিক

প্রতিবেদন অনুযায়ী, এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য ৪৪ টাকা ৬ পয়সা এবং শেয়ার প্রতি মুনাফা ৭ টাকা ৭ পয়সা।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এএফসি ক্যাপিট্যাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।