আইপিও: নিলামের অনুমতি পেল ইনডেক্স অ্যাগ্রো
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2020 08:14 PM BdST Updated: 10 Sep 2020 08:14 PM BdST
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকার তহবিল সংগ্রহে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বিডিং বা নিলামের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এজন্য বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে প্রান্ত-সীমা মূল্য নির্ধারণের জন্য তাদের নিলাম ডাকার অনুমোদন দিয়েছে বিএসইসি।
অর্থাত্ ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কত টাকায় তাদের শেয়ার বিক্রি করবে, সেটা এখন নিলামের মাধ্যমে ঠিক করা হবে। যোগ্য বিনিয়োগকারীরা অনলাইন নিলামে অংশ নিয়ে দাম বলবেন এবং কী পরিমাণ শেয়ার কিনতে চান সেটা জানাবেন। এভাবে প্রান্তসীমা মূল্য নির্ধারণ হবে।
প্রান্তসীমা মূল্য থেকে ১০ শতাংশ কম টাকায় সাধারণ বিনিয়োগকারীরা লটারির মাধ্যমে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার পাবেন। এরপর কোম্পানি চূড়ান্ত অনুমোদন নিয়ে শেয়ার বিক্রি করে পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে।
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবন্ধন পেয়েছে ২০০০ সালের সেপ্টেম্বরে। তারা মাছ ও মুরগির খাবার তৈরি করে এবং একদিন বয়সি মুরগির বাচ্চা উত্পাদন করে।
এ কোম্পানির চেয়ারম্যান হিসেবে আছেন মাজহারুল কাদের; আর মাহিন বিন মাজহার ব্যবস্থাপনা পরিচালক।
সর্বশেষ ২০১৯ সালে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২৭ কোটি ৫৭ লাখ টাকা মুনাফা করে। ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য ৪৪ টাকা ৬ পয়সা এবং শেয়ার প্রতি মুনাফা ৭ টাকা ৭ পয়সা।
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এএফসি ক্যাপিট্যাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
-
ডিএসইতে তিন মাসের মধ্যে বেশি লেনদেন
-
মুনাফা কমেছে গ্রামীণফোনের
-
‘সর্বাত্মক’ লকডাউনের তিনদিনই সূচক বাড়ল
-
সূচক ও লেনদেন বেড়ে সপ্তাহ শুরু
-
১০ কোটি টাকার নতুন মিউচুয়াল ফান্ড আসছে বাজারে
-
পুঁজিবাজারে আসছে প্রথম এসএমই কোম্পানি
-
‘বাজার বন্ধের ভীতি কাটায়’ সূচক বেড়েছে
-
লকডাউনে পুঁজিবাজার কর্মীদের চলাচলে পুলিশকে বিএসইসির চিঠি
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- করোনাভাইরাস: চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
- ধোনির উপলব্ধি, তার কারণে হারতে পারত দল