শেয়ারহোল্ডারদের সমর্থনে এনভয় টেক্সটাইলের এমডি তানভীর

তবে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে কারও নিয়োগ হয়নি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2024, 07:59 PM
Updated : 2 March 2024, 07:59 PM

রপ্তানিমুখী পোশাক খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলসের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শেয়ারহোল্ডাররা তানভীর আহমেদের নিয়োগ অনুমোদন দিয়েছেন।

এনভয় গ্রুপের মালিকানা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব এবং উচ্চ আদালতে যাওয়ার মধ্যেই শনিবার ইজিএমে তানভীরকে এমডি হিসেবে বেছে নেওয়ার পক্ষে মত দেন শেয়ারহোল্ডাররা।

উচ্চ আদালতের সায় পেয়ে পূর্ব র্নিধারিত সূচি অনুযায়ী শনিবার ঢাকার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত এ সভায় শেয়ারধারকদের ৭৩ শতাংশের ভোটে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ হলেও উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ হয়নি বলে জানিয়েছেন এনভয় টেক্সটাইলসের কোম্পানি সচিব সাইফুল ইসলাম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘এনভয় টেক্সটাইলের পাশাপাশি আরও ৩৯টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে এবং স্পেন-বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ফুড জোন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক পদে তানভীর আহমেদের কার্যক্রম পরিচালনা করতে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দেয়।’’

এর আগে গ্রুপের ৪০টির বেশি কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ে উদ্যোক্তাদের দুই পক্ষের দ্বন্দ্ব তৈরি হওয়ায় তা উচ্চ আদালত পর্যন্ত গড়ায়।

তানভীরকে এমডি করার বিরুদ্ধে উচ্চ আদালতে গিয়েছিলেন শেয়ারধারক সৈয়দ নুরুল আমিন।

কোম্পানি আইন অনুযায়ী, তালিকাভুক্ত কোনো কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক একাধিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হতে পারেন না। তবে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন নিয়ে তা করা যায়।

এ আদেশের বিরুদ্ধে শেয়ারধারক নুরুল আমিন উচ্চ আদালতে যান। আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করার পাশপাশি কেনো বেআইনি ও বাতিল বলে গণ্য হবে না তার জবাব প্রদানে নির্দেশ প্রদান করে।

এ বিষয়ে কোম্পানি সচিব সাইফুল বলেন, ‘‘আমরা অ্যাপিলেট ডিভিশনের রায় পেয়ে ইজিএম করেছি। এনভয় টেক্সটাইলসের এমডি হিসেবে তানভীর আহমেদকে নিয়োগ দিতে কোনো সমস্যা নেই।’’

এনভয় গ্রুপের ৪০টির বেশি কোম্পানি রয়েছে। যৌথ মালিকানায় থাকা এসব প্রতিষ্ঠানের প্রধান দুই উদ্যোক্তা হচ্ছেন কুতুবউদ্দিন আহমেদ এবং সংসদ সদস্য ও সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী।

বছর দুয়েক আগে এনভয় টেক্সটাইলস কুতুবউদ্দিনের নিয়ন্ত্রণে থাকলেও বাকি কোম্পানি চলে যায় সালাম মুর্শেদীর অধীনে। তখন সংবাদমাধ্যমে তাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে কোম্পানির দায়িত্ব ভাগাভাগির তথ্য এসেছিল।

এখন গ্রুপের বিভিন্ন কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে উদ্যোক্তাদের মধ্যে নতুন দ্বন্দ্ব শুরু হয়েছে।

ভাগাভাগির পর এখনও এনভয় টেক্সটাইলসে মোট শেয়ারের ৩০ শতাংশ নিজের রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে দাবি করেছেন সালাম মুর্শেদী।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত ২৯ জানুয়ারি এনভয় টেক্সটাইলসের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত জানিয়েছিল কোম্পানিটির পরিচালক পর্ষদ।

পরিচালক পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তানভীর আহমেদ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শেহরীন সালাম ঔশীর নিয়োগ বিশেষ সাধারণ সভায় অনুমোদনের কথা।

কিন্তু আরেক পক্ষের আপত্তি উঠায় তা আদালত পর্যন্ত গড়ায়। এতে এজিএম তারিখ পিছিয়ে যায়।

পরে আপিল বিভাগের রায় পেয়ে কোম্পানির নিয়ন্ত্রণে থাকা শেয়ারধারকদের অংশ শনিবার এজিএম করে তানভীর আহমেদকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়। আর উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে শেহরীন সালাম ঔশী নিজেকে প্রত্যাহার করে নেওয়া এ পদে কাউকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি বলে দাবি করেন কোম্পানি সচিব সাইফুল।