প্রায় ১ হাজার ৩৫৭ কোটি টাকা মুনাফা করেছে কোম্পানিটি, যা আগের বছরে ছিল প্রায় ৭৮৩ কোটি টাকা।
Published : 29 Oct 2024, 09:02 PM
শেয়ারহোল্ডারদের জন্য ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে সম্প্রতি কোম্পানির ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা পর্ষদ ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেন বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি।
এতে বলা হয়, এজিএমে জুন শেষে সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরের লভ্যাংশের পাশাপাশি আর্থিক হিসাব বিবরণী, নিরীক্ষা প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদন অনুমোদন করা হয়।
ওয়ালটন বলছে, এবারের ঘোষিত ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ পাবেন সাধারণ বিনিয়োগকারীরা। আর উদ্যোক্তা ও পরিচালকরা নেবেন ২০০ শতাংশ নগদ লভ্যাংশ।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি কোম্পানির আর্থিক সূচকের উন্নতি, ব্যবসায়িক অগ্রগতিসহ ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
তিনি জানান, আলোচ্য বছরে প্রায় ১ হাজার ৩৫৭ কোটি টাকা মুনাফা হয়েছে ওয়ালটনের, যা আগের বছরে ছিল প্রায় ৭৮৩ কোটি টাকা।
স্বাগত বক্তব্যে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, “বৈশ্বিক প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ২০২৩-২৪ হিসাব বছরে ব্যবসা পরিচালনায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ওয়ালটন।”
সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালকদের অবসর ও পুনঃনিয়োগ এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে তিন বছরের জন্য নিয়োগের প্রস্তাব অনুমোদন করেন।
সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রেজভী, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভী ও তাহমিনা আফরোজ তান্না, স্বতন্ত্র পরিচালক শামসুল আলম মল্লিক ও অধ্যাপক এম সাদিকুল ইসলাম অংশ নেন।
কোম্পানি সচিব মো. রফিকুল ইসলামের পরিচালনায় সভায় অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা ও জিয়াউল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন ও মো. আবু নাফিজ উপস্থিত ছিলেন।