রোজায় পুঁজিবাজারে লেনদেন সাড়ে ৩ ঘণ্টা

সকাল ১০টা থেকে দুপুর ১টা ২০ পর্যন্ত চলবে লেনদেন; এরপর ১০ মিনিট পোস্ট ক্লোজিং।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2023, 02:04 PM
Updated : 20 March 2023, 02:04 PM

রোজায় দেশের পুঁজিবাজারে লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে সাড়ে ৩ ঘণ্টা করা হয়েছে; সকাল ১০টায় শুরু হয়ে স্বাভাবিক লেনদেন হবে ১টা ২০ মিনিট পর্যন্ত।

পরিবর্তিত সূচির কথা চিঠির মাধ্যমে সোমবার দুই স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সংস্থার মুখপাত্র ও নির্বাহী পারিচালক মোহাম্মদ রেজাউল করিম জানান, লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। অফিস সময়সূচির ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুসরণ করা হবে।

পুঁজিবাজারে সকাল ১০টা থেকে বিরতিহীন লেনদেন চলবে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত; পরবর্তী ১০ মিনিট থাকবে পোস্ট ক্লোজিংয়ের জন্য।

ঈদের ছুটির পর অফিস ও লেনদেন সূচি স্বাভাবিক হবে। সাধারণ সময়ে পুঁজিবাজারের লেনদেন চলে সকাল ১০টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন।

Also Read: রোজায় অফিস ৯টা-সাড়ে ৩টা

Also Read: রোজায় ব্যাংক লেনদেন ৫ ঘণ্টা

এবার রোজার মাসে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের জন্য সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার।

ব্যাংকের লেনদেন সময় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।