আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অপরিশোধিত লভ্যাংশ বিতরণে সময় দেওয়া হয়েছে এসব কোম্পানিকে।
Published : 10 Nov 2024, 08:58 PM
বিনিয়োগকারীদের জন্য ঘোষিত লভ্যাংশ বিতরণ না করায় এবার সরাসরি ‘জেড’ শ্রেণিতে না পাঠিয়ে তালিকাভুক্ত ৯ কোম্পানির পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের জরিমানার হুঁশিয়ারি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত অপরিশোধিত লভ্যাংশ বিতরণে সময় দেওয়া হয়েছে এসব কোম্পানিকে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ বিতরণ না করলে সর্বনিম্ন ১০ লাখ থেকে সর্বোচ্চ দুই কোটি ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়।
কোম্পানিগুলো হল- সাফকো স্পিনিং মিলস, প্যাসিফিক ডেনিমস, লুবরেফ বাংলাদেশ, অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, মামুন অ্যাগ্রো প্রডাক্টস, কৃষিবিদ ফিড, কৃষিবিদ সিড লিমিটেড, বিডি পেইন্টস ও অ্যাসোসিয়েটেড অক্সিজেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাসময়ে লভ্যাংশ দিতে ব্যর্থ হলে জরিমানার অর্থ প্রত্যেক শেয়ারধারী পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত তহবিল থেকে আদায় করা হবে। প্রতি কোম্পানিকে যে অর্থ জরিমানা করা হবে, সেই সমপরিমাণ অঙ্ক প্রত্যেক শেয়ারধারী পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালককে আলাদাভাবে জমা দিতে হবে।
জরিমানার পরিমাণও নির্ধারণ করে দিয়েছে কমিশন। ১৫ ডিসেম্বরের মধ্যে লভ্যাংশ দিতে না পারলে সাফকো স্পিনিংকে ২০ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসকে ১৩ লাখ, লুবরেফ বাংলাদেশকে দুই কোটি ৩৫ লাখ, অরিজা অ্যাগ্রোকে ৪৭ লাখ, মামুন অ্যাগ্রোকে ১৩ লাখ, কৃষিবিদ ফিডকে ১০ লাখ, কৃষিবিদ সিডকে ১০ লাখ, বিডি পেইন্টসকে ৯৭ লাখ এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনকে এক কোটি ৯১ লাখ টাকা অর্থদণ্ডের মুখে পড়তে হবে।
এর মধ্যে প্যাসিফিক ডেনিম, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, প্যাসিফিক ডেনিম ও ল্যুবরেফ বাংলাদেশকে গত ২৭ সেপ্টেম্বর ‘জেড’ শ্রেণিতে পাঠানো হয়েছিল। সেদিন মোট ২৭ প্রতিষ্ঠানকে ‘জেড’ শ্রেণিতে পাঠিয়েছিল কমিশন।
পরে বিনিয়োগকারীদের আন্দোলন ও পুঁজিবাজারের পতন হলে তা ঠেকাতে গত ২০ অক্টোবর সিদ্ধান্ত বদল বিএসইসি বলেছিল, যেসব কোম্পানি ৮০ শতাংশ লভ্যাংশ বিতরণ করেছে সেগুলো ‘জেড’ থেকে আগের শ্রেণিতে উন্নীত হবে।
এবার এক মাসের বেশি সময় দিয়ে অপরিশোধিত লভ্যাংশ পরিশোধের সময় বেঁধে দিল বিএসইসি।