পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়।
Published : 26 Dec 2024, 06:56 PM
শেয়ারহোল্ডারদের ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ)।
বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ৩৯তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি।
সভায় কোম্পানির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, পরিচালক সাবিহা আমজাদ ও উজমা চৌধুরী, স্বতন্ত্র পরিচালক মো. আব্দুস সালাম, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল, পরিচালক (বিপণন) চৌধুরী কামরুজ্জামান, প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ইয়ামীন ও কোম্পানি সচিব মোহাম্মদ শরিফুল ইসলামসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগকারীরা আগের বছরগুলোতে কোম্পানির ‘উল্লেখযোগ্য’ অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন এবং কোম্পানির ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য পরামর্শ দেন। কোম্পানির পক্ষ থেকেও বিনিয়োগকারীদের সমর্থন অব্যাহত রাখার জন্য আহ্বান করা হয়।