মিডল্যান্ড ব্যাংক তালিকাভুক্ত হলে পুঁজিবাজারে ব্যাংকের সংখ্যা হবে ৩৫টি।
Published : 12 Feb 2023, 03:05 PM
অভিহিত মূল্যের নিচে সাতটি ব্যাংকের শেয়ার লেনদেনের মধ্যেই প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া মিডল্যান্ড ব্যাংকের আইপিও আবেদন শুরু হচ্ছে আগামী ১৬ ফেব্রুয়ারি।
যারা এ ব্যাংকের শেয়ার নিতে চান, তাদের আবেদন গ্রহণ চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
পুঁজিবাজারে ৭ কোটি সাধারণ শেয়ার ছেড়ে মিডল্যান্ড ব্যাংক ৭০ কোটি টাকা উত্তোলন করবে। এই অর্থ তারা সরকারি ও তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিওর প্রক্রিয়ায় ব্যয় করবে বলে নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছে।
গত বছরের ২১ সেপ্টেম্বর ব্যাংকটির আইপিও অনুমোদন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি। সে সময়ে দুটি শর্তে মিডল্যান্ড ব্যাংককে অর্থ উত্তোলনের অনুমতি দেওয়া হয়।
প্রথমটি হচ্ছে, তালিকাভুক্তির আগে মিডল্যান্ড ব্যাংকের প্রত্যেক পরিচালকের আলাদাভাবে মোট শেয়ারের ২ শতাংশের (আইপিও পরবর্তী শেয়ারের) মালিকানা থাকতে হবে। আর সম্মিলিতভাবে ৩০ শতাংশ (আইপিও পরবর্তী শেয়ারের) শেয়ার ধারণ করতে হবে।
দ্বিতীয়টি হচ্ছে, তালিকাভুক্তির আগে বিএসইসির করপোরেট গভর্নেন্স গাইডলাইন অনুসারে স্বাধীন পরিচালক নিয়োগের শর্ত পরিপালন করতে হবে।
মিডল্যান্ড ব্যাংক তালিকাভুক্ত হলে পুঁজিবাজারে ব্যাংকের সংখ্যা হবে ৩৫টি।
আবেদন করলেই শেয়ার
যারা আইপিওর জন্য আবেদন করবেন, তাদের সবার মধ্যেই আনুপাতিক হারে শেয়ার বণ্টন শুরু হয়েছে ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে। এই নীতিতে শেয়ার বণ্টন শুরুর পর মিডল্যান্ড হল চতুর্থ ব্যাংক, যার সব আবেদনকারী কিছু হলেও শেয়ার পেতে যাচ্ছেন।
এর আগে সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের বিনিয়োগকারীরা এই নীতিতে শেয়ার বরাদ্দ পেয়েছেন।
২০২২ সালের ১৬ নভেম্বর লেনদেন শুরুর দিনই গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারের দর ইস্যুমূল্যের চেয়ে ১০ শতাংশ কমে যায়। সেদিনই এটির ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দর নির্ধারিত হয় ৯ টাকা। এই দরে শেয়ারের চাহিদা নেই বললেই চলে।
২০২২ সালের ২৬ জানুয়ারি লেনদেন শুরু করা ইউনিয়ন ব্যাংকের শেয়ারদর আরও কম। ১০ টাকায় তালিকাভুক্ত শেয়ার এখন লেনদেন হচ্ছে তার ফ্লোর প্রাইস ৮ টাকা ৩০ পয়সায়।
সে তুলনায় সাউথবাংলার দর কিছুটা বেশি। এটি ফ্লোর প্রাইস ১০ টাকা ৬০ পয়সায় লেনদেন হচ্ছে।
এই তিনটি ব্যাংক ছাড়াও এখন অভিহিত মূল্যের নিচে লেনদেন হচ্ছে এবি ব্যাংক (৯ টাকা ৯০ পয়সা), আইসিবি ইসলামী ব্যাংক (৫ টাকা ৪০ পয়সা), ন্যাশনাল ব্যাংক (৮ টাকা ৩০ পয়সা) ও স্ট্যান্ডার্ড ব্যাংকের (৮ টাকা ৮০ পয়সা) শেয়ার।
আবেদন করতে হলে কত বিনিয়োগ
আইপিওর শেয়ার পেতে হলে সেকেন্ডারি মার্কেটে সাধারণ বিনিয়োগকারীদের ৫০ হাজার টাকা ও অনিবাসীদের (এনআরবি) ন্যূনতম এক লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে।
যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে অনুমোদিত পেনশন তহবিল, প্রভিডেন্ড ফান্ড ও গ্রাচ্যুইটি ফান্ডের পুঁজিবাজারে বাজারমূল্যে ন্যূনতম এক কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের বিনিয়োগ থাকতে হবে ন্যূনতম ৩ কোটি টাকা।
আইপিওতে ইস্যু করা শেয়ারের মধ্যে যোগ্য বিনিয়োগকারীদের জন্য (ইআই) ৩০ শতাংশ, মিউচুয়াল ফান্ড ও সমন্বিত বিনিয়োগ স্কিম ১০ শতাংশ, সাধারণ বিনিয়োগকারী ৫০ শতাংশ এবং অনিবাসী বাংলাদেশীদের জন্য ১০ শতাংশ শেয়ার বরাদ্দের নিয়ম রয়েছে।
আইপিও প্রক্রিয়ায় ব্যাংকটি কর্মীদের মধ্যে ৩৫ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে। এসব শেয়ার ২ বছরের জন্য লক ইন থাকবে।
বিএসইসি জানিয়েছে, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনা করবে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।
আর্থিক প্রতিবেদন
মিডল্যান্ড ব্যাংকের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সাল শেষে পুর্নমুল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা।
এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। গত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ওয়েটেড অ্যাভারেজ ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা।
চতুর্থ প্রজন্মের ব্যাংক মিডল্যান্ড বাণিজ্যিক কার্যক্রম শুরু করে ২০১৩ সালের জুন মাসে। এর আগে চূড়ান্ত অনুমোদন পায় একই বছরের এপ্রিলে।
৪০০ কোটি টাকার পরিশোধিত মূলধনের এ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য নিলুফার জাফরুল্লাহ।