ব্রাজিলিয়ান ডিফেন্ডার কবে ফিরতে পারেন, তা জানায়নি রেয়াল মাদ্রিদ।
Published : 13 Aug 2023, 08:29 PM
মৌসুম কেবল শুরু। এরই মধ্যে চোট প্রবল আঘাত হেনেছে রেয়াল মাদ্রিদ শিবিরে। থিবো কোর্তোয়ার পর এবার হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ডিফেন্ডার এদের মিলিতাও। কয়েক দিনের মধ্যে এই ব্রাজিলিয়ানের অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছে মাদ্রিদের ক্লাবটি।
মিলিতাও কবে মাঠে ফিরতে পারেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি রেয়ালের বিবৃতিতে।
লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে শনিবার রাতে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন মিলিতাও। ৫০তম মিনিটে চোট পেয়ে লুটিয়ে পড়েন তিনি। ফিজিওর কাঁধে ভর দিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
ম্যাচের পরই মিলিতাওয়ের চোটের ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করে রেয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, প্রাথমিকভাবে চোটের অবস্থা দেখে তার কাছে ভালো মনে হয়নি। শেষ পর্যন্ত তার শঙ্কাই সত্যি হলো। অন্তত কয়েক মাস তাকে বাইরে থাকতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার অনুশীলনের সময় বাম হাঁটুতে চোট পান দলের প্রথম পছন্দের গোলরক্ষক কোর্তোয়া। তারও অস্ত্রোপচার করানো হবে।
বিলবাওকে ২-০ গোলে হারিয়ে মৌসুমে শুভসূচনা করলেও মিলিতাওয়ের চোট রেয়ালের জন্য অনেক বড় চিন্তার কারণ। আনচেলত্তির দলে সেন্টার ব্যাক এখন আছেন কেবল নাচো ফের্নান্দেস, আন্টোনিও রুডিগার ও ডাভিড আলাবা।
রেয়ালের পরের ম্যাচ লা লিগায় আগামী শনিবার, প্রতিপক্ষ আলমেরিয়া।