স্প্যানিশ ফুটবল
দলের সর্বোচ্চ গোলদাতার শূন্যতা পূরণে আশাবাদী হলেও, কোচ হান্সি ফ্লিক অপেক্ষায় আছেন দ্রুত লেভানদোভস্কির ফেরার।
Published : 21 Apr 2025, 07:03 PM
বার্সেলোনা যখন আরও জোরোশোরে ট্রেবল জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে, তখনই রবের্ত লেভানদোভস্কির ছিটকে পড়া ভাবিয়ে তুলেছে কোচ হান্সি ফ্লিককে। তবে দুর্ভাবনায় কাতর হয়ে বসে থাকলে তো চলবে না। সমস্যার সমাধানে, দলের সর্বোচ্চ গোলদাতার জায়গায় ফেররান তরেসকে খেলানোর পরিকল্পনা করছেন কোচ।
লা লিগায় গত শনিবার সেল্তা ভিগোর বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ের ম্যাচে পায়ে চোট পান লেভানদোভস্কি। ৭৮তম মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। ডাগআউটে তার পা চেপে বসে থাকা দেখেই শঙ্কা জাগে। একদিন পর ক্লাবের পক্ষ থেকে তার চোটের বিষয়টি নিশ্চিত করা হয়।
বার্সেলোনার বিবৃতিতে লেভানদোভস্কির ফেরার সম্ভাব্য কোনো সময় জানানো না হলেও, গণমাধ্যমের খবর তিন সপ্তাহের মতো হয়তো বাইরে থাকতে হবে পোলিশ তারকাকে।
এই সময়ে সবগুলো প্রতিযোগিতাতেই গুরুত্বপূর্ণ সব লড়াই আছে বার্সেলোনার; কোপা দেল রের ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল। সবার আগে মঙ্গলবার তারা লা লিগায় ঘরের মাঠে মায়োর্কার বিপক্ষে খেলবে।
আগের দিন সংবাদ সম্মেলনে চলতি মৌসুমে লা লিগায় সর্বোচ্চ ২৫ ও সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল করা লেভানদোভস্কিকে হারানোয় হতাশা প্রকাশ করলেন কোচ।
“আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে (সে কবে ফিরতে পারে)। সে খেলার জন্য প্রস্তুত হয়ে উঠলে আমরা খুব খুশি হব। আমরা জানি না, কতদিন সে মাঠের বাইরে থাকবে। তাই আপাতত (এ বিষয়ে) কিছু না বলাই ভালো।”
শূন্যতা পূরণে তরেসকে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলানোর পরিকল্পনা এই জার্মান কোচের।
“খুবই বড় একটা বিষয়। পরিস্থিতিটা সামাল দেওয়া গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, ক্যারিয়ারে সে (তরেস) খুব ভালো অবস্থায় আছে; লা লিগায় ১০ গোল করেছে। আমার মতে, নাম্বার নাইন পজিশন তার। সে ক্ষীপ্র গতির খেলোয়াড়, যে ভালোভাবে বল নিয়ন্ত্রণ করতে পারে এবং রক্ষণেও অবদান রাখতে পারে।”
“সে খুব ভালো ছন্দে আছে, তবে সবরকম পরিস্থিতি আমাদের সামলাতে হবে। কারণ মৌসুমের শেষ পর্যন্ত তাকে আমাদের প্রয়োজন।”
৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।
আগামী শনিবার কোপা দেল রের ফাইনালে রেয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে তারা খেলবে ইন্টার মিলানের বিপক্ষে, দুই লেগের ম্যাচ দুটি মাঠে গড়াবে আগামী ৩০ এপ্রিল ও ৬ মে।