হাঁটুর চোটে ভুগছেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড।
Published : 10 Apr 2023, 08:02 PM
চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগে এরিক মাক্সিম চুপো-মোটিংকে ছাড়াই খেলতে হবে বায়ার্ন মিউনিখকে। হাঁটুর চোটে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন এই ফরোয়ার্ড।
ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে সোমবার চুপো-মোটিংয়ের বাদ পড়ার বিষয়টি জানায় বায়ার্ন। ক্যামেরুনের এই ফুটবলার কবে ফিরতে পারেন, তা বলা হয়নি।
চলতি মৌসুমে দারুণ খেলছেন ৩৪ বছর বয়সী চুপো-মোটিং। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচে গোল করেছেন ১৭টি, যা বায়ার্নের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।
চোটের কারণে সবশেষ বুন্ডেসলিগায় গত শনিবার ফ্রেইবুর্কের বিপক্ষে ১-০ গোলে বায়ার্নের জয়ের ম্যাচেও খেলতে পারেননি চুপো-মোটিং।
বায়ার্ন ও সিটির প্রথম লেগের ম্যাচটি হবে মঙ্গলবার, ইতিহাদ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত একটায়।
হাইভোল্টেজ লড়াইয়ের আগে একটা সুখবরও অবশ্য পেয়েছে বায়ার্ন। বল নিয়ে অনুশীলনে ফিরেছেন হাঁটুর চোটের কারণে গত বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে থাকা ফরাসি ডিফেন্ডার লুকা এরনঁদেজ।