২৩টি পদের জন্য প্রার্থী ৪৬, মোট ভোটার ১৯ হাজার ৬২৯ জন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতির দায়িত্ব পেয়েছেন।
রাষ্ট্রপতির আদেশে বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
এর আগে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও সাবেক সচিব এ এস এম আলী কবীর।
গত ১০ জানুয়ারি তার মৃত্যুর পর থেকে ফেডারেশনের সভাপতির পদটি শূন্য ছিল।