এখন মাথা ঠাণ্ডা রেখে, লক্ষ্যে স্থির থেকে দলকে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন ইন্টার মিলান কোচ।
Published : 09 Apr 2024, 04:35 PM
উদিনেজের বিপক্ষে ম্যাচের পুরোটা সময় দুর্দান্ত খেলেও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল ইন্টার মিলান। শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে জয় পাওয়ায় আরও যেন আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন দলটির কোচ সিমোনে ইনজাগি। দলের উদ্দেশ্যে তিনি বলেছেন, এখন মাথা ঠাণ্ডা রেখে, লক্ষ্যে স্থির থেকে এগিয়ে যাওয়াই তাদের একমাত্র কাজ।
সেরি আর ম্যাচে সোমবার উদিনেজের মাঠে আক্রমণে পুরোটা সময় আধিপত্য করলেও প্রথমার্ধে লাজার সামারজিচের গোলে পিছিয়ে পড়ে ইন্টার। দ্বিতীয়ার্ধের শুরুতে হাকান চালহানোগলু সফল স্পট কিকে সমতা টানার পর ম্যাচের একেবারে শেষ সময়ে জয়সূচক গোলটি করেন দাভিদে ফ্রাত্তেসি।
এই জয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে বড় এক ধাপ এগিয়ে গেছে ইন্টার। ৩১ ম্যাচে ২৬ জয় ও চার ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা, দ্বিতীয় স্থানে থাকা নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে।
বাকি সাত রাউন্ডে সম্ভাব্য ২১ পয়েন্টের মধ্যে আর মাত্র ৮ পয়েন্ট পেলেই সেরি আয় ২০তম ট্রফিটি জিতবে ইন্টার।
লক্ষ্যের খুব কাছে এসে এবং উদিনেজের বিপক্ষে হোঁচট খাওয়ার মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে ইনজাগির। দলকে এখন শুধু মাথা ঠাণ্ডা রেখে সামনে এগিয়ে যেতে বললেন তিনি।
“প্রতিপক্ষের (উদিনেজে) প্রতি আমাদের সম্মান ছিল, আমরা হৃদয় দিয়ে এখানে লড়াই করেছি, সমর্থকরা পাশে থাকাতেও আমরা উজ্জীবিত ছিলাম।”
“৩১ ম্যাচের ২৬টি জিতেছি আমরা। দারুণ এক যাত্রা। এখন আমাদের সবকিছুতে পরিষ্কার থাকতে হবে। দলে সবার মধ্যে দারুণ এক সম্প্রীতি গড়ে উঠেছে, সবাই একে অপরকে সাহায্য করছে। (চ্যাম্পিয়ন হতে) আর আট পয়েন্ট দরকার।”
এবারের লিগে এখন পর্যন্ত কেবল একটি ম্যাচ হারা ইন্টার আগামী রাউন্ডে খেলবে কাইয়ারির বিপক্ষে, ঘরের মাঠে।