ইউরো বাছাইয়ের ম্যাচে পাওয়া চোটে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনার তরুণ মিডফিল্ডারকে।
Published : 20 Nov 2023, 06:24 PM
গাভিকে ঘিরে শঙ্কাটাই সত্যি হলো। তার চোট বেশ গুরুতর। সেরে উঠতে শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হবে বার্সেলোনার তরুণ স্প্যানিশ মিডফিল্ডারকে।
লা লিগা চ্যাম্পিয়নরা সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গাভির চোটের সবশেষ অবস্থা জানিয়েছে।
স্ক্যান রিপোর্টে জানা গেছে, গাভির হাঁটুর এসিএল (এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) পুরোপুরি ছিঁড়ে গেছে। একইসঙ্গে ল্যাটেরাল মেনিসকাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাই শিগগিরই গাভির অস্ত্রোপচার করানো হবে বলে জানিয়েছে বার্সেলোনা। এরপর তার সেরে ওঠার ব্যাপারে তথ্য জানাতে পারবে ক্লাবটি। এই ধরনের অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে লম্বা সময় লেগে যায় যে কোনো ক্রীড়াবিদের।
ইউরো বাছাইয়ের ম্যাচে রোববার জর্জিয়ার বিপক্ষে শুরুর দিকে বল নিয়ন্ত্রণ নেওয়ার সময় পড়ে গিয়ে হাঁটুতে চোট পান গাভি৷ চোখে জল নিয়ে মাঠ ছাড়েন স্পেনের এই মিডফিল্ডার।
পরে ম্যাচটি ৩-১ গোলে জিতে গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে স্পেন। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় স্প্যানিশ কোচ জানান, গাভির চোটে এই জয় বিস্বাদ লাগছে তার দলের কাছে।
চলতি মৌসুমে বার্সেলোনা ও স্পেনের হয়ে নিয়মিত খেলছেন গাভি। এর মধ্যে নিষেধাজ্ঞার জন্য ক্লাবের হয়ে কেবল দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি।
পেদ্রি ও ফ্রেংকি ডি ইয়ংয়ের চোটে বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেসের কাছে গাভির গুরুত্ব ক্রমেই বাড়ছিল। ১৯ বছর বয়সী এই খেলোয়াড়কে তিনি দেখছিলেন বার্সেলোনার ‘প্রাণ’ হিসেবে।
আন্তর্জাতিক বিরতির আগে ফিরেছেন পেদ্রি, এই সপ্তাহে ফিরতে পারেন ডি ইয়ং। এর মাঝেই গাভিকে হারানোর দুঃসংবাদ শুনলেন শাভি।