শাভির মন্তব্য ভালো লাগেনি সেওতা কোচের

কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচের আগে বার্সেলোনাকে একরকম হুমকিও দিয়ে রাখলেন হোসে হুয়ান রোমেরো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2023, 04:38 PM
Updated : 8 Jan 2023, 04:38 PM

কোপা দেল রের শেষ ষোলোয় তৃতীয় বিভাগের দলকে সেওতাকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে নিজেদের ‘ভাগ্যবান’ বলে মন্তব্য করেন শাভি এরনান্দেস। বার্সেলোনা কোচের ওই কথা মোটেও পছন্দ হয়নি হোসে হুয়ান রোমেরোর। কাতালান দলটিকে একরকম হুমকিও দিয়ে রাখলেন সেওতা কোচ।

প্রতিযোগিতাটির শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয় শনিবার। এর পরপরই ওই মন্তব্য করেন শাভি।

“আমি কোচ হওয়ার পর প্রথমবার নিচের সারির দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে আমরা ভাগ্যবান। খেলোয়াড় হিসেবে বার্সার হয়ে কয়েকবার সেওতায় গিয়েছি এবং এটি স্বস্তিদায়ক সফর নয়।”

পরদিন শাভির ওই মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে নিজের অভিমত জানান রোমেরো। একই সঙ্গে বলেন, তার দল জয়ের জন্যই মাঠে নামবে।

“তিনি এটি অন্যভাবে বলতে পারতেন। এটি আমার কাছে ভালো লাগেনি। তিনি ভাগ্যবান, আমরাও ভাগ্যবান।”

“আমরা শুধু জার্সি বদলের জন্য ম্যাচটা খেলতে নামব না, আমরা জয়ের জন্যই খেলব। খেলা শেষ হলে আমরা দেখব ভাগ্য ভালো না খারাপ। হয়তো তিনি জানেন না যে, এই অবস্থায় আসতে দলগুলিকে কতটা মূল্য দিতে হয়, কারণ কোচিং জগতে তার অনেক সহজ পথ ছিল।”

সেওতা তৃতীয় বিভাগের লিগে ২০তম স্থানে আছে। এই মৌসুমে লিগে এখনও পর্যন্ত ১৭ ম্যাচের মধ্যে দলটি জিতেছে স্রেফ ২টি, হেরেছে ১৪টি।

শেষ বত্রিশেও তৃতীয় বিভাগের দলের বিপক্ষে খেলেছিল বার্সেলোনা। ইন্তারসিটির বিপক্ষে ওই ম্যাচে জিততে ঘাম ছুটে যায় তাদের। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ৪-৩ গোলে জেতে শাভি দল।