সাময়িক নিষিদ্ধ ক্যামেরুনের ওনানা

কোচের সঙ্গে ‘বাকবিতণ্ডায়’ জড়িয়ে শাস্তি পেলেন আফ্রিকার দলটির এই গোলরক্ষক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2022, 08:07 AM
Updated : 29 Nov 2022, 08:07 AM

কোচের সঙ্গে মতের অমিলে বিশ্বকাপ স্কোয়াড ‘ছেড়ে যাওয়া’ আন্দ্রে ওনানা পেলেন বড় শাস্তি। শৃঙ্খলা ভাঙায় এই গোলরক্ষককে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ক্যামেরুন।

‘জি’ গ্রুপের ম্যাচে সোমবার সার্বিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে ক্যামেরুন। এই ম্যাচে খেলোয়াড়দের তালিকায় ওনানাকে ‘অনুপস্থিত’ দেখানো হয়। তার জায়গায় খেলেন দেভিস এপাসি। 

গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ক্যামেরুনের ১-০ গোলে হারের ম্যাচে শুরুর একাদশে ছিলেন ওনানা। গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই ম্যাচের পর অনুশীলনে কোচ রিগোবার্ট সংয়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ২৬ বছর বয়সী ওনানা। এরপরই তাকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

সার্বিয়া ম্যাচের পর সংবাদ সম্মেলনে ওনানার ব্যাপারে জানতে চাওয়া হলে সং বলেন, দলের চেয়ে কেউই বড় নয় এবং তিনি যা করেছেন তা ক্যামেরুনের মঙ্গলের জন্যই করেছেন। 

পরে ক্যামেরুন ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, কোচের সিদ্ধান্তের সঙ্গে একমত তারা। 

“রিগোবার্ট সংয়ের সিদ্ধান্তের পর, আন্দ্রে ওনানাকে শৃঙ্খলাজনিত কারণে সাময়িকভাবে দল থেকে নিষিদ্ধ করা হয়েছে।” 

ক্যামেরুন তো বটেই, এই মুহূর্তে আফ্রিকার সেরা গোলরক্ষকের একজন ধরা হয় ওনানাকে। তাকে হারানো দলটির জন্য বড় ধাক্কা। গণমাধ্যমে খবর এসেছে, এরই মধ্যে স্কোয়াড ছেড়ে গেছেন এই গোলরক্ষক। 

আগামী শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করা ব্রাজিলের মুখোমুখি হবে ক্যামেরুন।