জাপানের বিপক্ষে সানেকে পাচ্ছে না জার্মানি

হাঁটুর চোটে দলের সঙ্গে মঙ্গলবার অনুশীলন করতে পারেননি এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2022, 09:35 AM
Updated : 22 Nov 2022, 09:35 AM

বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচের আগের দিন চোট পেয়ে ছিটকে গেলেন লেরয় সানে। হাটুঁতে আঘাত পাওয়া এই উইঙ্গারকে জাপানের বিপক্ষে পাচ্ছে না জার্মানি।

আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার জাপানের মুখোমুখি হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার শেষ অনুশীলন করে জার্মানি। কিন্তু অনুশীলনে ছিলেন না ২৬ বছর বয়সী সানে। এরপরই দলের পক্ষ থেকে জানানো হয়, আসছে ম্যাচে খেলবেন না বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড।

‘ই’ গ্রুপের অন্য দুই দল স্পেন ও কোস্টা রিকা। আগামী ২৭ নভেম্বর স্পেনের বিপক্ষে ও ১ ডিসেম্বর কোস্টা রিকার মুখোমুখি হবে সবশেষ ২০১৪ সালে বিশ্বকাপ জেতা জার্মানি।

বিশ্বসেরার মুকুট পরে গত বিশ্বকাপে খেলতে নেমে খুব বাজে অভিজ্ঞতা হয়েছিল জার্মানির, ছিটকে পড়েছিল প্রথম রাউন্ড থেকে। এবারও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স তেমন আশা জাগানিয়া নয়।

দলটির আরেক ফরোয়ার্ড নিকলাস ফুয়েলখুগ ফ্লুতে আক্রান্ত ছিলেন গত কদিন। তবে তাকে নিয়ে শঙ্কা কেটে গেছে। অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।