লা লিগা শিরোপা জয়ের তৃপ্তি নিয়ে বাকি চার ম্যাচেও গোল করার দিকে মনোযোগ পোলিশ তারকার।
Published : 15 May 2023, 06:17 PM
বার্সেলোনার হয়ে প্রথম মৌসুমটা বেশ ভালো কাটছে রবের্ত লেভানদোভস্কির। কাতালান দলটির লা লিগা শিরোপা জয়ে তার আছে বড় অবদান। স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি ট্রফি’ জয়ের দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে তিনিই। সেদিকে নজর রেখেই আরও বেশি গোল করতে চান ৩৪ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার।
নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলের মাঠে রোববার ৪-২ গোলের জয়ে নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার লা লিগা জয়। ২০১৯ সালের পর তাদের প্রথম লিগ শিরোপা এটি। জোড়া গোল করে ম্যাচের সবচেয়ে উজ্জ্বল নামটি লেভানদোভস্কি।
গত গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দেওয়া এই তারকা ৩০ ম্যাচে ২১ গোল করে এখন চলতি লা লিগার সর্বোচ্চ গোলদাতা। তার চেয়ে ৪ গোল কম করে দ্বিতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা। এখনও ম্যাচ বাকি চারটি।
লেভানদোভস্কির পিচিচি ট্রফি জয়ের নিশ্চয়তা তাই নেই। লিগ শিরোপা জয় নিশ্চিত হয়ে গেলেও তাই নির্ভার হতে চান না তিনি, বাকি ম্যাচগুলিতেও করতে চান গোল।
“এখনও চারটি ম্যাচ বাকি আছে... আমাকে আরও গোল করতে হবে। লা লিগা জিততে পেরে আমি খুব খুশি। আজ আমরা খুব ভালো খেলেছি।”