এক মিনিটের ব্যবধানে দুই গোল করা বেলজিয়াম শেষ পর্যন্ত আশা ভঙ্গের বেদনায় হয়েছে নীল।
চলতি মৌসুমের বাকি অংশের জন্য মাঝমাঠে শক্তি কমল ম্যানচেস্টার ইউনাইটেডের। হাঁটুর চোটে ২০২২-২৩ মৌসুমে শেষ হয়ে গেছে দলটির মিডফিল্ডার ডনি ফন ডি বিকের।
গত সপ্তাহে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ইউনাইটেডের ৩-০ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন ডি বিক। চোট পাওয়ার পরপরই তাকে তুলে নেন কোচ এরিক টেন হাগ।
নিজেদের পরবর্তী ম্যাচে লিগে শনিবার ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইউনাইটেড। আগের দিন সংবাদ সম্মেলনে ২৫ বছর বয়সী এই ফুটবলারের চোটের বিষয়টি জানান টেন হাগ।
“হ্যাঁ, তার হাঁটুতে চোট…এই মৌসুমের বাকি সময়ের জন্য সে ছিটকে গেছে। সে ২০২৩-২৪ এর প্রাক-মৌসুমের শুরুতে ফিরবে।”
আয়াক্স থেকে ২০২০ সালে ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে দলে জায়গা পাকা করতে ধুকছেন ডি বিক। বোর্নেমাউথের বিপক্ষে চলতি মৌসুমে মাত্র দ্বিতীয়বার লিগে শুরুর একাদশে জায়গা পান এই ডাচ ফুটবলার।