দারুণ এক স্বীকৃতি পেলেন রেয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। সেরা তরুণ ফুটবলার হিসেবে ২০২৩ সালের ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতলেন এই ইংলিশ মিডফিল্ডার।
ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলা ২১ বছর বা এর চেয়ে কম বয়সীদের মধ্যে সেরা ফুটবলারকে এই পুরস্কার দেয় ইতালিয়ান সংবাদপত্র তুত্তোস্পোর্ত। এ বছরের সেরা হিসেবে শুক্রবার বেলিংহ্যামের নাম ঘোষণা করা হয়।
বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা, বার্সেলোনার আলেহান্দ্রো বাল্দে, লামিনে ইয়ামালের মতো খেলোয়াড়দের পেছনে ফেলে সেরা হন ২০ বছর বয়সী বেলিংহ্যাম।
গত গ্রীষ্মের দলবদলে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রেয়ালে যোগ দেন তিনি। মাদ্রিদের দলটির হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচে তার গোল ১৩টি।
২০১৪ সালে রাহিম স্টার্লিংয়ের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে পুরস্কারটি জিতলেন বেলিংহ্যাম। গত বছর জিতেছিলেন বার্সেলোনার গাভি।
এর আগে ওয়েইন রুনি, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হলান্ডের মতো তারকারা জিতেছেন ‘গোল্ডেন বয়’ পুরস্কার।