দুই দিন আগে দলটির হয়ে অভিষেক ম্যাচেও আর্মব্যান্ড পরেছিলেন আর্জেন্টাইন তারকা।
Published : 24 Jul 2023, 11:45 PM
নতুন দলে, নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার আগেই লিওনেল মেসির কাঁধে উঠল অনেক বড় দায়িত্ব। ইন্টার মায়ামির নেতৃত্ব পেয়েছেন আর্জেন্টাইন তারকা।
মেসিকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির কোচ তাতা মার্তিনো।
ইউরোপের ফুটবলের পাঠ চুকিয়ে কিছুদিন আগে দুই বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেন মেসি। গত রোববার দলটির হয়ে অভিষেকও হয়ে গেছে তার। নতুন পথচলায় শুরুর দিনেও বিশ্বকাপ জয়ী মহাতারকা ছিলেন আপন রূপে উজ্জ্বল; লিগস কাপের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে বদলি নেমে শেষ মুহূর্তে দর্শনীয় ফ্রি কিকে গড়ে দেন ব্যবধান।
মেক্সিকোর ক্লাব ক্রুস আসুলের বিপক্ষে ওই ম্যাচেও সেদিন নেতৃত্বের আর্মব্যান্ড পরেছিলেন মেসি।
ক্লাবটির সাবেক অধিনায়ক ব্রাজিলের মিডফিল্ডার গ্রেগর পায়ে চোট পেয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। তাই স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন, এখন দলকে কে নেতৃত্ব দেবেন? মেসি নেতৃত্বে থাকছেন কি-না, এই প্রশ্নের জবাবে মার্তিনো হ্যাঁ সূচক উত্তর দেন।
“ওই দিন বদলি হিসেবে নামার সময় সে অধিনায়ক ছিল। হ্যাঁ, সামনে সেই থাকবে।”
মেসিকে পেয়ে নতুন শুরুর স্বপ্ন দেখছে ইন্টার মায়ামি। তার হাত ধরে ১১ ম্যাচ ও ২ মাসের খরা কাটিয়ে জয়ের পথেও ফিরেছে মেজর সকার লিগের দলটি। এখন সামনে এগিয়ে যাওয়ার পালা।
লিগস কাপের নকআউট পর্বে ওঠার লক্ষ্যে আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে আতালান্তা ইউনাইটেডের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।