বিশ্বকাপ বাছাইয়ের বাতিল হওয়া ম্যাচটি বাজেয়াপ্ত করে জাপানকে জয়ী ঘোষণা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
Published : 30 Mar 2024, 07:18 PM
২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে উত্তর কোরিয়ার বিপক্ষে জাপানের বাতিল হওয়া ম্যাচটি বাজেয়াপ্ত করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। একই সঙ্গে জাপানকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে।
জাপানের সঙ্গে উত্তর কোরিয়ার কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। পিয়ংইয়ংয়ে গত মঙ্গলবার হওয়ার কথা ছিল বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি। কিন্তু জাপানে সংক্রামক রোগ নিয়ে উদ্বেগের কারণে উত্তর কোরিয়া ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেয় এবং নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরের আহ্বান জানায়।
তবে ফাঁকা সময় না থাকায় ম্যাচটি নতুন সূচিতে হবে না বলে জানিয়েছে ফিফা। জাপান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ) শনিবার বিবৃতি দিয়ে বলেছে, ম্যাচটি বাজেয়াপ্ত করে তাদের জয়ী ঘোষণা করার কথা জানিয়ে দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
এই জয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হয়ে গেছে জাপানের। ফলে বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের পাশাপাশি ২০২৭ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। চলতি মাসে আরেক ম্যাচে টোকিওতে উত্তর কোরিয়াকে ১-০ গোলে হারায় দলটি।
চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এই গ্রুপের দুইয়ে আছে সিরিয়া। তিন নম্বরে উত্তর কোরিয়ার ৩ পয়েন্ট, চারে মায়ানমারের ১।