সাফল্য বিবেচনায়, স্কোয়াডের শক্তি এবং লা লিগার পয়েন্ট টেবিলের হিসেবেও জিরোনার বিপক্ষে অনেক অনেক এগিয়ে বার্সেলোনা। তবে দলটির কোচ শাভি এরনান্দেস প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ। স্পেনের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার মনে করেন, ম্যাচটি তারা জিততে ব্যর্থ হলে শিরোপা লড়াইয়ে অনেক বড় সমস্যায় পড়ে যাবে তারা।
স্পেনের শীর্ষ লিগে নিজেদের সবশেষ আট ম্যাচের সাতটিতে জিতে পয়েন্ট তালিকায় চূড়ায় উঠেছে বার্সেলোনা। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।
সবশেষ ২০১৮-১৯ মৌসুমে লা লিগার চ্যাম্পিয়ন বার্সেলোনার শনিবার জিরোনার মুখোমুখি হবে। ১৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দলটি আছে ১১তম স্থানে।
শীর্ষে অবস্থান মজবুত রাখতে বার্সেলোনার সামনে জয়ের বিকল্প নেই। আগের দিন সংবাদ সম্মেলনে শাভিও সেই কথাই বললেন।
“জিরোনাকে হারাতেই হবে। এটা বার্সেলোনা। বার্সার আবহ এমনই, আমি তা খুব ভালো করেই জানি। আমরা যদি আগামীকাল না জিততে পারি, সেটা হবে বিপর্যয়।”
“ম্যাচটা জয়ের চেষ্টা করতে হবে, কারণ লড়াইটা কঠিন হবে। মিচেল (জিরোনা কোচ) বলেছেন যে, তাদের হারানোর কিছু নেই এবং আমরা চাপের মধ্যে থাকব কারণ আমরা লা লিগা জিততে চাই।”