উয়েফা প্রধানের মতো গুরুত্বপূর্ণ পজিশনে থেকে চেফেরিনের ভেবেচিন্তে কথা বলা উচিত বলে মনে করেন পেপ গুয়ার্দিওলা।
Published : 26 Jan 2024, 03:11 PM
ম্যানচেস্টার সিটিকে নিয়ে সম্প্রতি উয়েফার প্রধান আলেকসান্দের চেফেরিন ‘আপত্তিকর’ মন্তব্য করায় ক্ষেপেছেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা। সিটিকে সাফল্যের শীর্ষে তুলে আনা স্প্যানিশ এই কোচের মতে, ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থার প্রধান হিসেবে চেফেরিনের ভেবেচিন্তে কথা বলা উচিত।
উয়েফা ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙার গুরুতর অপরাধে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতায় দুই মৌসুমের জন্য সিটিকে নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে ম্যানচেস্টারের ক্লাবটিকে আর্থিক জরিমানাও করে উয়েফা।
শুরু থেকেই তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে সিটি কর্তৃপক্ষ। তাদের আপিলের প্রেক্ষিতে ছয় মাসের মধ্যেই নিষেধাজ্ঞা তুলে দেয় কোট অব আর্বিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)। জরিমানার অঙ্কও কমে আসে।
সম্প্রতি দা ডেইলি টেলিগ্রাফের সঙ্গে আলাপকালে ওই ঘটনা নিয়ে চেফেরিন বলেন, সিটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে তারা সঠিক ছিলেন।
“যদি ভাবতাম যে আমরা সঠিক নই, তবে ওই সিদ্ধান্ত নিতাম না।”
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙার অভিযোগ তুলেছে ইপিএল কর্তৃপক্ষও। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রিমিয়ার লিগের পক্ষ থেকে সিটির বিরুদ্ধে ১১৫টি অভিযোগ আনা হয়েছে।
প্রথমে উয়েফার পক্ষ থেকে ওই নিষেধাজ্ঞা, এখন ঘরোয়া লিগ কর্তৃপক্ষের এতসব অভিযোগ- সবকিছু নিয়ে বেশ টানাপোড়েনের মধ্যে দিয়েই যাচ্ছে সিটি। এমন সময় চেফেরিনের মন্তব্য সিটিকে আরও কিছুটা বিতর্কিতই করছে।
উয়েফার প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি চেফেরিন একজন প্রতিষ্ঠিত আইনজীবীও। এমন গুরুত্বপূর্ণ অবস্থান থেকে তার বুঝেশুনে কথা বলা উচিত বলে মন্তব্য করেন গুয়ার্দিওলা।
“একজন আইনজীবী এবং উয়েফার প্রেসিডেন্ট হিসেবে তার অপেক্ষা করা উচিত এবং এরপর যা করার করা উচিত।”
“তার এর সম্মান করা উচিত এবং অপেক্ষা করা উচিত। উয়েফায় তার অনেক দায়িত্ব আছে। একজন আইনজীবীর (আইনি) প্রক্রিয়াকে সম্মান করা উচিত এবং বোঝা উচিত যে আত্মপক্ষ সমর্থনের অধিকার আমাদের আছে।”