এতসব সমস্যার মাঝেও স্কোয়াডের বাকিদের দায়িত্ব নিয়ে দলকে কক্ষপথে ফেরানোর তাগিদ দিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
Published : 12 Apr 2024, 07:58 PM
ব্যর্থতায় ভরা মৌসুমে কখনোই সেভাবে ধারাবাহিক হতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। এক-দুই ম্যাচে ভালো খেলে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও, পরের ম্যাচেই দেখা গেছে দলটির ছন্নছাড়া রূপ। আর এর পেছনে রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতিই বড় কারণ বলে মনে করেন দলটির কোচ এরিক টেন হাগ।
মৌসুমের অধিকাংশ সময় জুড়েই চোটের সঙ্গে লড়তে হচ্ছে ম্যানচেস্টারের দলটিকে। অনেক খেলোয়াড়কে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে টেন হাগকে। আগে থেকেই চোটের কারণে বাইরে আছেন দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস ও ভিক্তর লিন্ডেলফ। গত ফেব্রুয়ারিতে পেশির চোটে পড়া লেফট-ব্যাক লুক শয়ের চলতি মৌসুমে ফেরার তেমন সম্ভাবনা নেই। আর গত বছর হাঁটুর চোটের পর এখনও ফিরতে পারেননি লেফট-ব্যাক তাইরেল মালাসিয়া।
সবশেষ এই তালিকায় যোগ হয়েছে অভিজ্ঞ দুই সেন্টার-ব্যাক রাফায়েল ভারানে ও জনি ইভান্স। নর্দান আয়ারল্যান্ডের ডিফেন্ডার ইভান্সের চোট অবশ্য তেমন গুরুতর নয়, তবে পেশির চোটে পড়ে ফরাসি ডিফেন্ডার ভারানের ফিরতে বেশ কয়েক সপ্তাহ লেগে যাবে।
প্রিমিয়ার লিগে সবশেষ তিন ম্যাচে জয়শূন্য ইউনাইটেডের শীর্ষ চারে থেকে আসর শেষ করার সম্ভাবনা প্রায় শেষই বলা যায়। পরের ম্যাচে শনিবার বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামবে তারা। আগের দিন সংবাদ সম্মেলনে দলের চোট সমস্যার ভয়াবহ দিকের কথা তুলে ধরেন টেন হাগ।
“(এত খেলোয়াড়ের অনুপস্থিতিতে মানিয়ে নেওয়া) খুব কঠিন। ফুটবল সম্পর্কে যাদের সামান্য ধারণা আছে, তারা জানেন এটা দলের পারফরম্যান্স ও ফলের ওপর প্রভাব ফেলে। কারণ, রক্ষণের চার জন থেকেই ম্যাচ জয়ের ভিত গড়ে ওঠে।”
“(অনেকদিন ধরেই যা আমাদের নেই), তারপরও আমাদের জিততে হবে। আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। তবে বিষয়টি পর্যবেক্ষণ করলে দেখবেন, এর একটা নেতিবাচক প্রভাব আছে।”
লিগে ৩১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। চারে থাকা টটেনহ্যাম হটস্পার এগিয়ে আছে ১১ পয়েন্টে।
টটেনহ্যামের সমান ৬০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অ্যাস্টন ভিলার, তবে একটি ম্যাচ বেশি খেলেছে ভিলা।