তিন বছর আগে ঘরের মাঠেই পিএসজির বিপক্ষে যেভাবে নাস্তানাবুদ হয়েছিল বার্সেলোনা, তাতেও রয়েছে বাড়তি সতর্কবার্তা।
Published : 11 Apr 2024, 03:10 PM
চার মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে খেলতে নেমে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে বার্সেলোনা। শক্তিশালী পিএসজিকে তাদেরই মাঠে হারিয়েছে কাতালান ক্লাবটি। তবে, এতে অতি উচ্ছ্বাসের কিছু দেখছেন না বার্সেলোনার জয়ের নায়ক রাফিনিয়া। কারণ, লড়াইটা যে দুই লেগের। বলেছেন, কাজ এখনও শেষ হয়নি।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় বুধবার শেষ আটের প্রথম লেগে দারুণ রোমাঞ্চকর লড়াইয়ের দেখা মেলে। প্যারিসে বারবার মোড় বদলের পর শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় পায় শাভি এর্নান্দেসের দল।
৩৭তম মিনিটে ডি-বক্সের মধ্যে থেকে নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন রাফিনিয়া। দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটের মধ্যে উসমান দেম্বেলে ও ভিতিনিয়ার গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর রাফিনিয়াই দুর্দান্ত এক ভলিতে বার্সেলোনাকে সমতায় ফেরান।
পরে বদলি নামা আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের গোলে মুখে চওড়া হাসি নিয়ে মাঠ ছাড়ে শাভির দল।
এবারের আগে সবশেষ ২০১৯-২০ মৌসুমে প্রতিযোগিতাটির শেষ আটে খেলেছিল বার্সেলোনা। পরের আসরে এই পিএসজির বিপক্ষেই হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল দলটি। আর গত দুই আসরে তো তারা গ্রুপ পর্বই পার হতে পারেনি।
ওই কয়েক মৌসুমের হতাশার ওপর একটা প্রলেপ দিতে প্রতিপক্ষের মাঠে এমন একটা জয় যে বড্ড দরকার ছিল বার্সেলোনার, ম্যাচের পর কোচ শাভির কণ্ঠেও তা ফুটে ওঠে। তিনি বলেন, সমর্থকদের জন্য এই জয় অনেক আনন্দের। একই সঙ্গে তিনি ফিরতি লেগেও পিএসজিকে ফেভারিট বলে মন্তব্য করেন।
রাফিনিয়া অবশ্য ফরাসি চ্যাম্পিয়নদের ওভাবে এগিয়ে রাখলেন না। তবে ব্যবধান কেবল এক গোলের হওয়ায় ফিরতি দেখায় যেকোনো কিছুই তো হতে পারে, সেই ভাবনা থেকেই হয়তো অতি-উচ্ছ্বাসের কিছু দেখছেন না তিনি। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় সেটাই বললেন ব্রাজিলিয়ান উইঙ্গার।
“চমৎকার একটি রাত কাটল, কেবল আমার জন্য নয়, পুরো দলের জন্যই। এই (ম্যাচের আগের) ১০ দিন আমরা অনেক পরিশ্রম করেছি এবং এখন এইরকম একটি মাঠ থেকে এভাবে ফেরা, সমর্থকদের দারুণ সমর্থন পাওয়া, সবকিছুই আমাদের জন্য খুব ইতিবাচক।”
“এই জয় খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু লড়াইটা শেষ হয়নি।”
আগামী মঙ্গলবার এগিয়ে থাকার স্বস্তি নিয়ে ঘরের মাঠে ফিরতি লেগের লড়াইয়ে নামবে বার্সেলোনা। ২০২০-২১ আসরে শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে তাদেরই মাঠে ৪-১ গোলে গুঁড়িয়ে দিয়েছিল পিএসজি, হ্যাটট্রিক করেছিলেন কিলিয়ান এমবাপে।
পুরোনো ওই পরিসংখ্যানেও পরিষ্কার ইঙ্গিত, নির্ভার হওয়ার সামান্যতম সুযোগও নেই শাভির দলের।