স্প্যানিশ ফুটবল
প্রতি তিন দিনে একটি ম্যাচ মানতেই পারছেন না রেয়াল মাদ্রিদ কোচ।
Published : 14 Mar 2025, 08:30 PM
রেফারি শিমন মার্চিনিয়াক মাদ্রিদ ডার্বি শেষের বাঁশি বাজানোর ৬৭ ঘণ্টার মধ্যে ফের মাঠে নামতে হচ্ছে রেয়াল মাদ্রিদের ফুটবলারদের। ব্যাপারটি একদমই ভালো লাগছে না কোচ কার্লো আনচেলত্তির। ঠাসা সূচির তীব্র সমালোচনা করেছেন তিনি।
লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে শনিবার ভিয়ারেয়ালের মাঠে খেলবে রেয়াল মাদ্রিদ। এর আগের দিন সংবাদ সম্মলেন খেলোয়াড়দের বিশ্রামের জন্য যথেষ্ট সময় না দেওয়ায় ক্ষোভ উগড়ে দিলেন আনচেলত্তি।
“অন্তত ৭২ ঘণ্টা বিশ্রামও মিলছে না। আমি বুঝতে পারছি না, কিন্তু আমাদের করারও কিছু নেই। এই সময়ের মধ্যে আমাদের ভ্রমণ করতে হবে এবং খেলতে হবে। এটা আমি বুঝতে পারছি না। আমার মনে হয়, রিকভারির জন্য অন্তত ৭২ ঘণ্টা সময় দেওয়া উচিত। কিন্তু… যে সূচি আমাদের আছে… আশা করি, কোনোদিন এটা পাল্টাবে।”
“তাদের কাছে অগ্রাধিকার অর্থ, টেলিভিশন স্বত্ব… খেলোয়াড়দের রিকভারি নয়। যেটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। কিন্তু তাদের মনে সবকিছুর ওপরে এটাই থাকে। এতে চোটের ঝুঁকি বাড়ে।”
নিজেকে দিয়েই খেলোয়াড়দের হাল বুঝতে পারছেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ।
“এটা চরম মানসিক চাপের এক মৌসুম এবং সেটা কেবল সূচির জন্য। কারণ, এটা বাড়াবাড়ি। জানুয়ারি থেকে আমরা এক মুহূর্তের জন্য থামিনি। প্রতি দিন আমরা ম্যাচ খেলছি। আগামীকালকেরটা (শনিবার) হয়তো ২১ বা ২২ নম্বর ম্যাচ। আমি আবার বলছি, এটা বাড়াবাড়ি।”
“এটা এমনকি আমার জন্যও অনেক বেশি, আমি তো খেলি না। প্রতি তিন দিনে একটা ম্যাচের জন্য প্রস্তুত হওয়া… খেলোয়াড়রা রিকভারির সময় পাচ্ছে না। এটা সম্ভব নয়, কিন্তু তাই হচ্ছে। কী করা যায়? এটা বন্ধ করতে হবে, একমাত্র সমাধান হলো বন্ধ করা।”
চলতি মৌসুমে তিনটি বড় শিরোপার জন্যই লড়াইয়ে আছে রেয়াল। সে কারণেই কঠিন সময় যাচ্ছে বলে মনে করছেন আনচেলত্তি।
“সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যেও এখন আমি যেটা ভাবি সেটা হলো, মার্চেও আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি প্রতিযোগিতা- চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রেতে শিরোপা লড়াইয়ে আছি। গত তিন বছর যেটা হয়নি।”
“আমি ফিরে আসার পর প্রথম বছরে জানুয়ারিতে আথলেতিক বিলবাও আমাদের কোপা দেল রে থেকে বিদায় করে দিয়েছিল। পরের বছর আমরা লা লিগা শিরোপা থেকে অনেক দূরে ছিলাম। আর গত বছরও আমরা জানুয়ারিতে কোপা দেল রেতে হেরে গিয়েছিলাম। এবার প্রথমবারের মতো মার্চেও আমরা তিন শিরোপার লড়াইয়ে আছি। এটা খুব ভালো, আমাদের উন্নতি করতে হবে। আমরা আরও ভালো করতে পারি, তবে ভালো করছি।”