ঘরের মাঠে পিএসজির ‘নিস্ক্রিয়’ ফুটবলে বিস্মিত বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগেলসমান।
Published : 15 Feb 2023, 03:02 PM
ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের ম্যাচে একেবারেই ধারহীন ছিল পিএসজি। বল দখল কিংবা আক্রমণ, সব দিকেই পিছিয়ে ছিল তারা। ঘরের মাঠে ফরাসি চ্যাম্পিয়নদের এমন নিষ্প্রভ পারফরম্যান্সে অবাক ইউলিয়ান নাগেলসমান। তাদের এতটা আধিপত্য করতে দেবে পিএসজি, যেন বিশ্বাসই করতে পারছেন না বায়ার্ন কোচ।
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় প্রথম লেগে মঙ্গলবার ১-০ গোলে জিতেছে জার্মান চ্যাম্পিয়নরা। প্যারিসে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছেন কিংসলে কোমান।
চোটের কারণে এই ম্যাচে পিএসজির শুরুর একাদশে কেবল ছিলেন না কিলিয়ান এমবাপে। লিওনেল মেসি, নেইমারদের মতো তারকাদের নিয়ে গড়া দলটি ম্যাচ জুড়েই নিজেদের হারিয়ে খুঁজেছে। দ্বিতীয়ার্ধে এমবাপে বদলি নামার আগ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বায়ার্নের হাতে।
প্রথমার্ধে বায়ার্নের পায়ে বল ছিল ৫৭.৫ শতাংশ। এই সময়ে গোলের উদ্দেশ্যে তারা শট নেয় ১০টি। যার দুটি ছিল লক্ষ্যে। আর পিএসজি প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে শট নিতে পেরেছিল স্রেফ একটি। সেটিও ছিল বিরতির আগ মুহূর্তে মেসির ফ্রি-কিক থেকে।
২০০৩-০৪ মৌসুমের পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে গোলের উদ্দেশ্যে প্রথম শট নেওয়ার জন্য পিএসজির এটাই সবচেয়ে বেশি সময় অপেক্ষা ছিল।
তারকায় ঠাসা দল, সঙ্গে চেনা আঙিনায় খেলা; সব কিছু মিলিয়ে পিএসজির কাছ থেকে আরও লড়াই আশা করেছিলেন নাগেলসমান। ম্যাচ শেষে বললেন, পিএসজি এমন ফুটবল খেলবে ভাবেননি তিনি।
“প্রথম ২৫ মিনিট আমরা খুবই ভালো ফুটবল খেলেছি, ম্যাচে নিয়ন্ত্রণ ছিল আমাদের। আমরা হয়তো আরো সরাসরি গোলের জন্য চেষ্টা করতে পারতাম। আমাদের কাছে এত বেশি সময় ধরে বল থাকায় আমরা অবাক হয়েছিলাম, আর পিএসজিও তেমন একটা চেষ্টা করেনি।”
“আমি জানতাম ওরা সব সময় নিচে নেমে রক্ষণ সামলায়, কিন্তু এত নিচে নেমে ডিফেন্স করবে, নিস্ক্রিয় ফুটবল খেলবে এবং বল কেড়ে নেওয়ার চেষ্টাই থাকবে না, এটায় আমি কিছুটা বিস্মিত।”
আগামী ৮ মার্চ বায়ার্নের মাঠে হবে দুই দলের শেষ ষোলোর ফিরতি লেগ।