লিগ টেবিলের অবস্থান নিয়ে না ভেবে সাফল্যের পথে এগিয়ে যেতে চান জিরোনার ফরোয়ার্ড পোর্তু।
Published : 19 Dec 2023, 02:56 PM
মৌসুমের বিস্ময় জাগানো দল জিরোনার আত্মবিশ্বাস, জয়ের জন্য ক্ষুধা দিনে দিনে বেড়েই চলেছে। অপরাজেয় পথচলায় আলাভেসকে উড়িয়ে লা লিগার পয়েন্ট তালিকায় আবারও শীর্ষে ফেরার পর দলটির ফরোয়ার্ড পোর্তু বলেছেন, লিগ টেবিলের অবস্থান নিয়ে না ভেবে সাফল্যের পথে এগিয়ে যেতে চায় তারা।
গত রোববার ভিয়ারিয়ালকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরেছিল রেয়াল মাদ্রিদ। কিন্তু জিরোনার দাপুটে পথচলায় সেখানে ২৪ ঘণ্টার বেশি থাকতে পারল না কার্লো আনচেলত্তির দল।
স্বপ্নের পথচলায় সোমবার রাতে আলাভেসকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে জিরোনা। দুই অর্ধে একবার করে জালে বল পাঠান ইউক্রেইনের ফরোয়ার্ড আর্তেম দোভিক এবং ওই দুই গোলের মাঝে একটি গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড পোর্তু।
গত রাউন্ডে বার্সেলোনাকে ৪-২ গোলে গুঁড়িয়ে জিরোনা শীর্ষে ওঠার পর থেকেই মূলত দলটির শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে তাদের কোচ মিচেল সেই আলোচনায় না গিয়ে বলেছিলেন, এই জয়ে লা লিগা থেকে এবার যে তাদের অবনমন হচ্ছে না, তা প্রায় নিশ্চিত, আর এতেই খুশি তারা।
তার সেই কথায় মিলেছিল অবিশ্বাস্য সাফল্যের পরও দলটির পা মাটিতে রেখে এগিয়ে চলার সংকল্প। আর এবার ম্যাচের পর মুভিস্টার প্লাসকে পোর্তু যা বললেন তাতে বোঝা যাচ্ছে, উচ্ছ্বাসে গা না ভাসিয়ে বড় স্বপ্নের পথে ধাপে ধাপে এগোতে চায় তারা।
“এই দলটা খুব ক্ষুধার্ত, কোনোকিছুতেই আমরা সন্তুষ্ট নই। দল আরও চায় এবং আমরা একসময়ে কেবল সামনের দিনের কথা ভাবতে চাই।”
“লিগ টেবিলে কী অবস্থানে আছি, সেদিকে নজর দিতে পারি না। এই দলের সাফল্যের চাবিকাঠি হলো লক্ষ্যে স্থির থাকা, কখনও নির্ভার না হওয়া। জয়ের সঙ্গে অভ্যস্ত হওয়া, বাড়তি চাপের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়, কিন্তু দলটি সবকিছু ভালোভাবে সামলে নিচ্ছে।”
১৭ ম্যাচে ১৪ জয় ও ২ ড্রয়ে জিরোনার পয়েন্ট ৪৪। এবারের লিগে এখন পর্যন্ত তারা ওই একটি ম্যাচে যাদের বিপক্ষে হেরেছে, সেই রেয়াল মাদ্রিদ ২ পয়েন্ট কম নিয়ে আছে দু্ইয়ে।