এমবাপের হ্যাটট্রিকে শীর্ষে পিএসজি

এবারের লিগ আঁতে ১১ ম্যাচে এমবাপের গোল হলো ১৩টি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2023, 06:43 PM
Updated : 11 Nov 2023, 06:43 PM

ক্যারিয়ারের শুরু থেকে দারুণ ছন্দে ছুটে চলা কিলিয়ান এমবাপে মৌসুমে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন। তার অসাধারণ নৈপুণ্যে রাঁসকে অনায়াসে হারিয়ে লিগ আঁর শীর্ষে উঠল পিএসজি।

প্রতিপক্ষের মাঠে শনিবার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে প্যারিসের ক্লাবটি। লিগে এই নিয়ে টানা পাঁচটি ম্যাচ জিতল পিএসজি।

ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই কাছ থেকে নিচু ভলিতে দলকে এগিয়ে নেন এমবাপে। প্রথমার্ধে এই গোলেই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় তারা।

এমবাপে ব্যবধান দ্বিগুণ করেন ৫৯তম মিনিটে। প্রতিপক্ষের বাধা এড়িয়ে নিচু শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন তিনি। আর ৮২তম মিনিটে ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নেওয়া শটে হ্যাটট্রিক পূরণ করেন বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ড।

এবারের লিগ আঁতে ১১ ম্যাচে এমবাপের গোল হলো ১৩টি। গোলদাতার তালিকার শীর্ষেই আছেন তিনি।

১২ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নিস।

পুরো ম্যাচে দারুণ কয়েকটি সুযোগ পেলেও একবারও পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মাকে পরাস্ত করতে পারেনি রাঁস। ২০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে দলটি।