শিরোপা না জিততে পারলেও দলের সম্ভাবনা নিয়ে কোনো সংশয় নেই ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচের।
Published : 19 Jun 2023, 04:17 PM
আরেকটি ফাইনাল, আরেকটি হৃদয় ভাঙার গল্প। উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনের কাছে হেরে নিজেদের প্রথম শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে ক্রোয়েশিয়ার। অপ্রাপ্তির হতাশা থাকলেও দলের পারফরম্যান্সে খুশি জ্লাতকো দালিচ। তিনি বলেছেন, নিজেদের অর্জনে গর্ব করতে পারেন তারা।
স্পেনের বিপক্ষে গত রোববারের ফাইনাল টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে যায় ক্রোয়েশিয়া। ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূণ্যভাবে শেষ হয়।
মেজর টুর্নামেন্টে আরেকবার হতাশা সঙ্গী হল ক্রোয়েশিয়ার। ২০১৮ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে রানার্সআপ হয় তারা। এরপর কাতার বিশ্বকাপে ক্রোয়াটরা হয় তৃতীয়। এবার নেশন্স লিগে ফাইনাল থেকে ফিরতে হল খালি হাতে।
একটি শিরোপার হাহাকার থাকলেও সাম্প্রতিক বছরে এই টুর্নামেন্টগুলোতে দল যেভাবে খেলেছে, তাতে ইতিবাচক অনেক কিছুই খুঁজে পাচ্ছেন দালিচ। চূড়ান্ত সাফল্যের সোনালি ট্রফি না পেলেও দ্বিতীয়, তৃতীয় হওয়া পদক প্রাপ্তির মধ্যে আগামীর সম্ভাবনা দেখছেন তিনি।
“আমরা একের পর এক পদক জিতেছি, যা আসলেই দারুণ ব্যাপার। ক্রোয়েশিয়ার জন্য তিনটি পদক অর্জন করা দুর্দান্ত ব্যাপার, এটা বলে দেয় যে ক্রোয়েশিয়ার অনেক সম্ভাবনা রয়েছে। হেরে আমরা হতাশ, তবে আমরা যা যা করেছি তাতে আমাদের গর্বিত হওয়া উচিত।”
নেশন্স লিগ দিয়ে কেউ কেউ ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচের আন্তর্জাতিক ফুটবলের শেষ দেখে ফেলছেন। দালিচ অবশ্য অভিজ্ঞ এই মিডফিল্ডারকে দেখতে চান আগামীতেও।
“লুকা (মদ্রিচ) বলেছে, সে টুর্নামেন্টের পর নিজের সিদ্ধান্ত জানাবে, এটি ন্যায্য। (ফাইনালে) সে দুর্দান্ত খেলেছে, আমরা লুকাকে খেলা চালিয়ে যেতে দেখতে চাইব। সে একজন দারুণ খেলোয়াড় এবং আমি আশা করি সে লম্বা সময় ধরে আমাদের সঙ্গে থাকবে।”