টানা ষষ্ঠবারের মতো মেয়েদের বিভাগে সেরা হলো ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
Published : 30 Aug 2022, 08:33 PM
স্কুল হ্যান্ডবলে দাপুটে পথচলা ধরে রাখল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। বালক বিভাগে ছয় বছর পর শিরোপা ফিরে পেল সেন্ট গ্রেগরিজ হাই স্কুল।
পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে মঙ্গলবার বালক বিভাগের ফাইনালে ৩৫-২৪ গোলে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়কে হারায় সেন্ট গ্রেগরিজ। জয়ী দল প্রথমার্ধে ১৬-৯ ব্যবধানে এগিয়ে থেকে চালকের আসনে বসেছিল।
২০১৫ সালের পর ফের এ শিরোপার স্বাদ পাওয়া গ্রেগরিজের হয়ে ফাইনালে ১০ গোল করেন আরাফাত। শিরোপা লড়াইয়ে সর্বোচ্চ ১২ গোল করলেও মো. রাফির হতাশা বেড়েছে তার দল নারিন্দা রানার্সআপ হওয়ায়।
বালিকা বিভাগে সানিডেল স্কুল পারেনি কোনো চমক দেখাতে। ৬-২ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষের পর দ্বিতীয়ার্ধে আধিপত্য ধরে রাখে ভিকারুননিসা। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ১২-৬ ব্যবধানে।
এ প্রতিযোগিতায় টানা ষষ্ঠ এবং সব মিলিয়ে ১৯বার চ্যাম্পিয়ন হলো ভিকারুননিসা।