পেনাল্টি না দেওয়ার চেয়েও টমাস টুখেল বেশি চটেছেন সুইডিশ রেফারির ব্যাখ্যা শুনে।
Published : 10 Apr 2024, 12:33 PM
ম্যাচের একদম শেষ সময়ে বায়ার্ন মিউনিখ গোলকিপার মানুয়েল নয়ারের চ্যালেঞ্জে বুকায়ো সাকা পড়ে যাওয়ায় পেনাল্টির জোর দাবি জানায় আর্সেনাল। রেফারির কাছে তা ধোপে টেকেনি। যেমন পাত্তা পায়নি আগেই বায়ার্নের একটি পেনাল্টির দাবি। ম্যাচ শেষে সেই ঘটনা নিয়েই বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেল ধুয়ে দিলেন সুইডিশ রেফারি গ্লেন নিবেরিকে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগের ৬৬তম মিনিটের ঘটনা সেটি। আর্সেনাল গোলকিপার দাভিদ রায়া গোলকিকে আলতো করে পাস দেন পাশেই থাকা গাব্রিয়েলকে। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার হাত দিয়ে বল ধরে মাটিতে বাসান আবার। তিনি হয়তো ভেবেছিলেন, খেলা তখনও চলছে না, গোলকিক নিচ্ছিলেন তাই তিনিই।
বায়ার্ন তখনই পেনাল্টির দাবি জানায়। কিন্তু রেফারি তাতে সায় দেননি।
আর্সেনালের মাঠে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয় ২-২ গোলে। সাকার গোলে দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। তবে প্রথমার্ধেই স্যাশ গ্যানাব্রি ও হ্যারি কেইনের গোলে এগিয়ে যায় বায়ার্ন। ৭৬তম মিনিটে লেয়ান্দ্রা ত্রোসার গোল করে সমতায় ফেরান গানারদের। এই স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ।
ম্যাচের পর টুখেলের ক্ষোভ গিয়ে পড়ল রেফারির ওপর। বায়ার্ন কোচের মতে, ওটা নিশ্চিত পেনাল্টি ছিল।
“আমার মতে, আমাদের সবার মতে, সে বিশাল এক ভুল করেছে হ্যান্ডবলের পেনাল্টি না দেওয়ায়। পেনাল্টি দেওয়ার মতো সাহস তার ছিল না। গোল কিক ছিল সেটা, গোলকিপার পাস দেয় তাদের সেন্ট্রাল ডিফেন্ডারকে। সেই ডিফেন্ডার বল হাত দিয়ে ধরে, কারণ সে মনে করেছিল যে খেলা চালু নয়। আসলে তো চালু এবং রেফারিও তা স্বীকার করেছে। এটা হ্যান্ডবল ছিল। খুবই হতাশাজনক।”
পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তের চেয়েও টুখেল বেশি চটেছেন পেনাল্টি না দেওয়ার কারণ জানার পর।
“মাঠেই রেফারি বলেছে যে সে এটা দেখেছে। আমাদেরকে যা ক্ষুব্ধ করেছে তা হলো মাঠে তার ব্যাখ্যা। সে আমাদের ছেলেদেরকে বলেছে যে, ‘এটা ছেলেমানুষি ভুল’ এবং কোয়ার্টার-ফাইনালের মতো ম্যাচে এটা নিয়ে সে পেনাল্টি দেবে না। এটা তো ভয়াবহ, বাজে একটা ব্যাখ্যা। তার কাজ হ্যান্ডবল ধরা। সেখানে ছেলেমানুষি ভুল নাকি পরিণত মানুষের ভুল, সেটা তো ব্যাপার নয়। আমরা ক্ষুব্ধ, কারণ আমাদের বিপক্ষে অনেক বড় সিদ্ধান্ত এটা।”
সাম্প্রতিক সময়ে যে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে বায়ার্ন, তাতে আর্সেনালের মাঠে ড্র নিয়ে ফেরা অবশ্য খুব খারাপ ফল নয়। দলের খেলায় সন্তুষ্টিও আছে টুখেলের। পরের লেগে আগামী বুধবার নিজেদের মাঠে দলকে একই চেহারায় দেখতে চান কোচ।
“আমরা ড্র করেছি। সামনের চিত্র তাই পরিষ্কার, যে দল জিতবে, তারাই সামনে এগোবে। আজকে রাতের মতো একই নিবেদন, তাড়না ও মান ধরে রেখে খেলতে হবে আমাদের, তাহলে আমরা যাব (সেমি-ফাইনালে)।”