কোচদের রেফারিং নিয়ে সমালোচনায় কোনো সমস্যা দেখেন না মিকেল আর্তেতা।
Published : 24 Nov 2023, 10:31 PM
শাস্তির মুখে পড়লেও ভবিষ্যতে প্রিমিয়ার লিগের রেফারিং নিয়ে সমালোচনা বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছেন মিকেল আর্তেতা। আর্সেনাল কোচের মতে, বাক স্বাধীনতা না থাকলে রেফারিদের উন্নতি হবে না।
আর্তেতাকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত চলতি মাসের শুরুতে। লিগ ম্যাচে বিতর্কিত এক সিদ্ধান্তে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে হারের পর রেফারিদের এক হাত নেন আর্তেতা। রেফারিং ও ভিএআরকে বিব্রতকর হিসেবেও উল্লেখ করেন তিনি। বলেন, এই লিগের অংশ হয়ে তিনি ‘বিব্রত’।
পরে তার বিরুদ্ধে অভিযোগ আনে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। টাচলাইনে নিষিদ্ধ হতে পারেন আর্তেতা। শুক্রবার সংবাদ সম্মেলনে আর্সেনাল কোচ বলেন, রেফারির সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বললেই খেলার উন্নতি হবে।
“আমরা খেলাটির উন্নতি করতে চাই, আমরা সবাই: রেফারি, কোচ, স্পোর্টিং ডিরেক্টর, কর্মকর্তা, আপনারা (সাংবাদিক)। আমরা সবাই একটা ভালো খেলা চাই এবং আরও ভালো খেলার জন্য আমাদের সম্মানজনক ও গঠনমূলক উপায়ে বাক স্বাধীনতা বজায় রাখতে হবে। আমাদের এটা প্রচার করতে হবে এবং যদি সেটা না করেন, তাহলে ভালো করতে পারবেন না।”
ভবিষ্যতে রেফারিদের নিয়ে কথা বলার ক্ষেত্রেও সুর বদলাবেন না, স্পষ্ট বলে দিয়েছেন আর্তেতা।
লিগে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে আর্সেনাল। শনিবার ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে তারা।