স্টেফি গ্রাফের রেকর্ড ছুঁলেন জোকোভিচ

এক সপ্তাহ পরেই নতুন চূড়ায় উঠবেন সার্বিয়ান তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2023, 02:38 PM
Updated : 20 Feb 2023, 02:38 PM

দারুণ একটি রেকর্ড স্পর্শ করলেন নোভাক জোকোভিচ। সবচেয়ে বেশি সময় ধরে টেনিসের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকার রেকর্ডে স্টেফি গ্রাফের পাশে বসলেন সার্বিয়ান তারকা।

মেয়েদের র‍্যাঙ্কিংয়ে ৩৭৭ সপ্তাহ শীর্ষে থেকে রেকর্ডটি গড়েছিলেন জার্মানির সাবেক খেলোয়াড় গ্রাফ। সোমবার তার সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন জোকোভিচ।

পুরুষদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি সপ্তাহ চূড়ায় থাকার রেকর্ডটি ২০২১ সালের মার্চ থেকে ধরে রেখেছেন ৩৫ বছর বয়সি এই তারকা।

১৯৮৭ সালে প্রথম র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠেন গ্রাফ। ২২টি মেজর জয়ী এই তারকা টানা ১৮৬ সপ্তাহ শীর্ষে ছিলেন। তার সেই রেকর্ডে ভাগ বসান পরে সেরেনা উইলিয়ামস, ২০১৬ সালে।

২০১১ সালে প্রথমবারের মতো ছেলেদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে ওঠেন জোকোভিচ। ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড় ২০১৪ সালের জুলাই থেকে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত টানা ১২২ সপ্তাহ চূড়ায় ছিলেন।

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ৬ মাসের মধ্যে প্রথমবারের মতো শীর্ষে ফেরেন জোকোভিচ। তার বর্তমান পয়েন্ট ৭ হাজার ৭০। দুই নম্বরে থাকা স্পেনের কার্লোস আলকারাসের চেয়ে ৫৯০ পয়েন্ট বেশি।

১৯৭৩ সালে ছেলেদের টেনিসে র‍্যাঙ্কিং চালু হয়। এর দুই বছর পর মেয়েদের টেনিসে প্রবর্তিত হয় র‍্যাঙ্কিং।