পেশির চোটে ছিটকে গেলেন ফন ডাইক

এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে থাকবেন ডাচ ডিফেন্ডার, জানিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2023, 03:40 PM
Updated : 6 Jan 2023, 03:40 PM

চলতি মৌসুমের ঠাসা সূচির মধ্যে বড় এক ধাক্কা খেল লিভারপুল। চোটের কারণে এক মাসেরও বেশি সময়ের জন্য ছিটকে গেছেন অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। 

প্রিমিয়ার লিগে গত রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে লিভারপুলের ৩-১ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন ফন ডাইক। বিরতির সময় তাকে তুলে নেন ইয়ুর্গেন ক্লপ। 

এফএ কাপের তৃতীয় রাউন্ডে আগামী শনিবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে খেলবে লিভারপুল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফন ডাইক প্রসঙ্গে ক্লপ বলেন, খুব শিগগির ডাচ ফুটবলারকে পাওয়া হচ্ছে না তাদের। 

“ভার্জিল (চোট পাওয়া) আমাদের জন্য একটা চমক এবং একটি বড় ধাক্কা ছিল। সেও ব্যাপারটা সেভাবে বুঝতে পারেনি।” 

“চোটটা বেশ কঠিন ছিল। আমরা কয়েক সপ্তাহের কথা বলছি, এক মাসেরও বেশি হতে পারে। কিন্তু আমি আশা করি এটি দ্রুত ঠিক হয়ে যাবে। এটা তার জন্য কঠিন, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সে অবিশ্বাস্য পরিমাণে ম্যাচ খেলেছে।” 

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪টি ম্যাচ খেলেছেন ফন ডাইক। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস দলের সদস্য ছিলেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। 

লিগে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল।