ভোটে ক্লাব সতীর্থ করিম বেনজেমার চেয়ে লিওনেল মেসিকে এগিয়ে রাখায় রিয়াল মাদ্রিদ ভক্তদের ক্ষোভের মুখে পড়েছেন ডাভিড আলাবা। এর প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করলেন এই অস্ট্রিয়ান ডিফেন্ডার। তুলে ধরেছেন জাতীয় দলের মতামতের বিষয়টি, যা প্রভাব ফেলেছে তার ভোটিংয়ে।
‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বেনজেমা ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে সপ্তমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন মেসি।
পুরুষ ফুটবল জাতীয় দলের কোচ ও অধিনায়ক, সাংবাদিক এবং ফিফার ওয়েবসাইটে দেওয়া ফুটবলপ্রেমীদের ভোটে ‘দা বেস্ট মেন’স প্লেয়ার’-এর সেরা নির্বাচন করা হয়েছে। কে কাকে ভোট দিয়েছেন, ফিফা তা প্রকাশ করার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন আলাবা।
অস্ট্রিয়া জাতীয় দলের অধিনায়ক হিসেবে নিজের সেরা তিন পছন্দের ভোটে মেসিকে সবার ওপরে রেখেছেন আলাবা। দুইয়ে রিয়াল সতীর্থ বেনজেমা ও তিনে এমবাপে।
বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না রিয়ালের সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে আলাবার প্রতি তারা ছুড়ে দিচ্ছেন বর্ণবাদী মন্তব্য। সঙ্গে আছে #আলাবাআউট হ্যাশট্যাগও।
এসবের জবাবে টুইটারে আলাবা লিখেছেন, ভোটে তার একার নয়, পুরো জাতীয় দলের পছন্দের প্রতিফলন হয়েছে।
“দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস সম্পর্কে: দল হিসেবে অস্ট্রিয়ান জাতীয় দল এই পুরস্কারের জন্য ভোট দেয়, আমি একা নই। টিম কাউন্সিলের প্রত্যেকেই ভোট দিতে সক্ষম এবং এভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়।”
“সবাই জানে, বিশেষ করে করিম (বেনজেমা) যে, আমি তাকে এবং তার পারফরম্যান্সের কতটা গুণগ্রাহী এবং আমি প্রায়ই বলেছি যে আমার চোখে সে বিশ্বের সেরা স্ট্রাইকার এবং এখনও তাই আছে। এতে কোনো সন্দেহ নেই।"