ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পর্তুগিজ মহাতারকার গোল হলো ৮৬৫টি।
Published : 17 Nov 2023, 02:54 AM
গোলশূন্য প্রথমার্ধের পর চমৎকার গোলে দলকে এগিয়ে নিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আরেকটি দারুণ গোল করলেন জোয়াও কানসেলো। লিখটেনস্টাইনকে অনায়াসে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে শতভাগ জয়ের ধারা ধরে রাখল পর্তুগাল।
প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল।
আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর মূল পর্বের টিকেট তিন ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করে পর্তুগাল। বাছাইয়ে প্রথম ৯ ম্যাচের সবগুলিই জিতল তারা।
রোনালদো জালের দেখা পেলেন টানা তৃতীয় ম্যাচে। গত মাসের দুই ম্যাচে তিনি গোল করেছিলেন দুটি করে।
প্রথমার্ধে বল দখলে অনেক এগিয়ে থাকলেও খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি পর্তুগাল। রোনালদোর একটি শট প্রতিহত হয় রক্ষণে, আরেক ফরোয়ার্ড গনসালো রামোসের হেড যায় বাইরে।
এই অর্ধের শেষ সময়ে রোনালদোর ওভারহেড কিক লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে চমৎকার ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন ৩৮ বছর বয়সী তারকা। বাঁ দিক থেকে দিয়োগো জটার থ্রু বল ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের কোণাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
চলতি বাছাইয়ে রোনালদোর গোল হলো ১০টি, বেলজিয়ামের রোমেলু লুকাকুর সঙ্গে যৌথভাবে যা সর্বোচ্চ।
পর্তুগালের জার্সিতে সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের গোল হলো ১২৮টি, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮৬৫টি।
১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কানসেলো। আন্তোনিও সিলভার পাস ডান দিকে পান তিনি। বার্সেলোনা ফরোয়ার্ডকে রুখতে বক্সের বাইরে চলে যান স্বাগতিক গোলরক্ষক। তাকে পরাস্ত করে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে শটে জাল খুঁজে নেন ২৯ বছর বয়সী ফুটবলার।
৬৭তম মিনিটে রোনালদোকে তুলে নেন কোচ। ৮২তম মিনিটে হেডে রামোস জালে বল পাঠালেও ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোল দেননি রেফারি। ফলে ব্যবধান আর বাড়েনি।
৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ছয় দলের গ্রুপে শীর্ষে আছে পর্তুগাল। সমান ম্যাচে সবগুলি হেরেছে লিখটেনস্টাইন।
দিনের আরেক ম্যাচে আইসল্যান্ডকে ৪-২ গোলে হারানো স্লোভাকিয়া ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।
বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ৪-১ গোলে জেতা লুক্সেমবার্গ ১৪ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। চারে আইসল্যান্ডের ১০ পয়েন্ট, পাঁচে বসনিয়ার ৯ পয়েন্ট।