গত ১৪ ফেব্রুয়ারির পর পিএসজির কেবল তিনটি ম্যাচে পুরোটা সময় খেলানো হয়েছে ফরাসি তারকাকে।
Published : 19 Mar 2024, 04:58 PM
সাম্প্রতিক সময়ে পিএসজির বেশিরভাগ ম্যাচে পুরোটা সময় খেলানো হয়নি কিলিয়ান এমবাপেকে। এতে অবশ্য নিজেদের জন্য বাড়তি সুবিধা দেখছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম। তার মতে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক গেমসের জন্য তরতাজা পাওয়া যাবে এমবাপেকে।
চলতি মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এমবাপের। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার কথা গত মাসে কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন তিনি।
গত ১৪ ফেব্রুয়ারির পর থেকে দলের মাত্র তিনটি ম্যাচে তাকে পুরো ৯০ মিনিট খেলিয়েছেন পিএসজি কোচ লুইস এনরিকে। বিশ্বকাপ জয়ী তারকাকে পুরো সময় না খেলানোর কারণ যে তার পিএসজি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত, সেটির ইঙ্গিত মেলে কোচের কথায়ও। এমবাপেকে বদলি করা বিষয়ে এক প্রশ্নের উত্তরে এনরিকে বলেছিলেন, এই ফরোয়ার্ডকে ছাড়াই খেলায় অভ্যস্ত হতে হবে দলকে।
জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার সাংবাদিকদের দেশম বলেন, ক্লাবের হয়ে কম সময় খেলায় শারীরিকভাবে সতেজ থেকে বড় টুর্নামেন্টে যেতে পারবেন এমবাপে।
“যেকোনো বড় প্রতিযোগিতার জন্য শারীরিকভাবে সতেজ থাকা গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা মৌসুম শেষে কিছুটা ক্লান্ত বোধ করবে। যদি সেই ক্লান্তি কিছুটা কমানো যায়, তাহলে ভালো।”
এমবাপের সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রেয়াল মাদ্রিদের নাম। ইউরোপ সেরার দলটিতে যোগ দিলে তাকে হয়তো প্যারিস অলিম্পিকসে পাবে না ফ্রান্স। ফ্রান্স অনূর্ধ্ব-১৯ দলের কোচ থিয়েরি অঁরি সোমবার জানান, অলিম্পিকসের জন্য খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার অনুরোধ ফিরিয়ে দিয়েছে রেয়াল।
আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে বসবে এবারের ইউরো। জুলাইয়ের শেষ দিকে শুরু হবে প্যারিস অলিম্পিকস।