চোট কাটিয়ে বায়ার্ন ম্যাচের দলে এমবাপে

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারেন ফরাসি ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2023, 03:32 PM
Updated : 13 Feb 2023, 03:32 PM

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের আগে পিএসজি শিবিরে স্বস্তির খবর। চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন কিলিয়ান এমবাপে।

গত ১ ফেব্রুয়ারি লিগ ওয়ানে মোঁপেলিয়ের বিপক্ষে ম্যাচে বাম ঊরুতে চোট পান এমবাপে। তখন ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছিল, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বিশ্বকাপ জয়ী তারকাকে। ফলে বায়ার্নের বিপক্ষে আসছে ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনাও ছিল না।

তবে চোট কাটিয়ে রোববার দলের সঙ্গে অনুশীলনে ফেরেন ২৪ বছর বয়সী ফুটবলার। অনুশীলন করেন তিনি সোমবারও। পরে বায়ার্ন ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয় তাকে। ম্যাচটিতে তার খেলার সম্ভাবনাও এখন প্রবল।

চোট কাটিয়ে অনুশীলনে ফেরার পর দলে জায়গা পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও।

সাম্প্রতিক সময়টা ভালো কাটছে না পিএসজির। মার্সেইয়ের কাছে হেরে ফরাসি কাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর গত শনিবার লিগে মোনাকোর মাঠে ৩-১ গোলে হারে ক্রিস্তফ গালতিয়ের দল। এই বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে তারা হেরেছে চার ম্যাচ।

ইউরোপ সেরার প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম ধাপে মঙ্গলবার ঘরের মাঠে বায়ার্নের মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।