অনেক সমস্যার ভিড়ে নুসে মাসাওয়ির সেরে ওঠার সুখবর দিয়েছেন কোচ টমাস টুখেল।
Published : 24 Oct 2023, 03:36 PM
দলে চোটাক্রান্ত খেলোয়াড়দের তালিকা বেড়েই চলেছে। মাত্র ১৮ জনের স্কোয়াড নিয়ে গালাতাসারাইয়ের মাঠে খেলতে নামবে বায়ার্ন মিউনিখ। অবশ্য এতসব সমস্যার পরও মনোবল একটুও কমেনি তাদের। জয়ের ধারা ধরে রাখার ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাসী দলটির কোচ টমাস টুখেল।
নিয়মিত ফুটবলারদের মধ্যে চোটে ভুগছেন দুই ডিফেন্ডার ফ্রান্সের দায়দ উপামেকানো ও পর্তুগালের রাফায়েল গেরেইরো, জার্মান মিডফিল্ডার লেয়ন গোরেটস্কা এবং প্রথম পছন্দের গোলরক্ষক জার্মানির মানুয়েল নয়ার।
সবশেষ চোট পেয়েছেন গোরেটস্কা, গত শনিবার মাইন্সের বিপক্ষে ৩-১ গোলে জেতা লিগ ম্যাচে। পরদিন তার ভাঙা হাতে অস্ত্রোপচার করা হয়েছে।
সোমবার সংবাদ সম্মেলনে একটা সুখবর অবশ্য দিয়েছেন কোচ টুখেল। গত সপ্তাহে জাতীয় দলে খেলার সময় চোট পাওয়া মরক্কোর ডিফেন্ডার নুসে মাসাওয়ি সেরে উঠেছেন এবং স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন।
“তাকে দ্রুত সারিয়ে তুলতে আমরা কিছু কাজ করেছি, গত কয়েক দিনে হয়তো কিছু ঝুঁকিও নেওয়া হয়েছে। আজ সে দলের সঙ্গে অনুশীলনও করেছে। রাতের মধ্যে যদি (খারাপ) কিছু না ঘটে, তাহলে আমার মনে হয় সে খেলবে।”
তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ১১টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে বায়ার্ন। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে গালাতাসারাই। তৃতীয় স্থানে এফসি কোপেনহেগেনের পয়েন্ট ১। আর বায়ার্ন ও গালাতাসারাইয়ের বিপক্ষে পরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
ইউরোপ সেরা প্রতিযোগিতাটির গ্রুপ পর্বে টানা ৩৬ ম্যাচ ধরে অপরাজিত (৩৩ জয় ও ৩ ড্র) আছে বায়ার্ন। আসছে ম্যাচেও সেই ধারা ধরে রাখতে মরিয়া টুখেল।
“আমরা অনুভব করছি, আগামীকাল (মঙ্গলবার) খুব কঠিন একটি ম্যাচ জিততে আমরা প্রস্তুত। এই প্রতিযোগিতায় ধাপে ধাপে এগোতে হয়। এই গ্রুপে সেরা হওয়ার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী এবং সেটাই আমাদের লক্ষ্য।”