আক্রমণভাগের খেলোয়াড়দের অধারাবাহিকতা মৌসুমের শুরু থেকেই ভোগাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। লুটন টাউনের বিপক্ষেও গোলের ভালো কিছু সুযোগ নষ্ট করেন র্যাশফোর্ড-হয়লুনরা। জয় পেলেও তাই পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। তার বিশ্বাস, গোল মিসের মহড়া না দিলে সহজে জিততে পারতেন তারা।
প্রিমিয়ার লিগে শনিবারের ম্যাচে ৫৯তম মিনিটে ম্যাচের একমাত্র গোল করে ইউনাইটেডকে তিন পয়েন্ট এনে দেন ভিক্টর লিন্ডেলফ।
লিগে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতল টেন হাগের দল। মৌসুমে শুরু থেকে দলটি ছন্দহীনতায় ভুগলেও এই চার জয়ে তাদের সুসময়ের ইঙ্গিত দেখছেন অনেকে।
তবে প্রতিপক্ষ যখন লুটনের মত পয়েন্ট টেবিলের নিচের সারির একটি দল, সেখানেও জয়টা সহজে ধরা দেয়নি ইউনাইটেডের। ম্যাচে গোলের উদ্দেশ্যে ১৫টি শট নিয়ে ম্যানচেস্টারের দলটি লক্ষ্যে রাখতে পারে কেবল ৪টি।
ইউনাইটেডের আক্রমণের মূল পাঁচ খেলোয়াড় মার্কাস র্যাশফোর্ড, গাসমুস হয়লুন, আলেহান্দ্রো গার্নাচো, অঁতনি মার্শিয়াল ও আন্তোনি মিলে এই মৌসুমে লিগে জালের দেখে পেয়েছেন মাত্র একবার।
লুটনের বিপক্ষেও ধারহীন পারফরম্যান্সে র্যাশফোর্ড-হয়লুন মিস করেন ভালো কয়েকটি সুযোগ। টেন হাগ মনে করেন, তাদের ভুলেই ম্যাচটা কঠিন হয়ে গিয়েছিল।
“আমরা অনেক সুযোগ তৈরি করেছি এবং যদি গোল করতে পারতাম, তাহলে আমাদের কাজটা আরও সহজ হয়ে যেত। আমার চোখে প্রথমার্ধে চারটি শতভাগ গোলের সুযোগ ছিল। প্রথম একটা গোল করতে পারলে দ্বিতীয় গোলও হয়ে যায় আর তখন কাজটা সহজ হয়ে যায়।”
“বিরতির সময় আমি তাদের বলেছিলাম যে, আমরা মোটেও ঝুঁকি নিচ্ছি না। বেশি খেলোয়াড় মাঠের ওপরের দিকে উঠলে গোল করার সুযোগ বেড়ে যায়…ওই চারটি সুযোগ থেকে কাউকে জাল খুঁজে নিতে হতো।”
লিগে ১২ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বর স্থানে আছে ইউনাইটেড।