লেভানদোভস্কির নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়ে জিতল বার্সেলোনা

পোলিশ তারকার দ্বিতীয়ার্ধের দুই গোলে আলাভেসকে হারাল কাতালান দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2023, 05:28 PM
Updated : 12 Nov 2023, 05:28 PM

১৮ সেকেন্ডে গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। আলাভেসের বিপক্ষে জোড়া গোল করে দলকে পথ দেখালেন রবের্ত লেভানদোভস্কি। দারুণ জয়ে লিগ টেবিলের শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান কমাল শাভি এর্নান্দেসের দল।

অলিম্পিক স্টেডিয়ামে রোববার লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠে ম্যাচ শুরু হতে না হতেই গোল খেয়ে বসে বার্সেলোনা। আলাভেসের একজন মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে বক্সের ভেতর বাঁ দিকে বাড়ান হাভি লোপেসকে। তার পাসে ছয় গজ বক্সের মুখ থেকে ঠিকানা খুঁজে নেন সামু।

চতুর্দশ মিনিটে বার্সেলোনার বিপদ আরও বাড়তে পারত। ওয়ান-অন-ওয়ানে বল বাইরে মেরে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ হারান সামু।

সপ্তদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পায় স্বাগতিকরা। কাছ থেকে লেভানদোভস্কির হাফ-ভলি ব্যর্থ করে দেন আলাভেসের গোলরক্ষক। ৩১তম মিনিটে উড়িয়ে মেরে আরেকটি সুযোগ হারান সামু।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে লেভানদোভস্কির চমৎকার গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ডান দিক থেকে জুল কুন্দের ক্রসে বক্সে হেডে ঠিকানা খুঁজে নেন পোলিশ স্ট্রাইকার।

এরপর সফরকারীদের ওপর চাপ ধরে রেখে খেলতে থাকে বার্সেলোনা। ৭৮তম মিনিটে পেয়ে যায় দ্বিতীয় গোলটি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। ফেররান তরেস আলাভেসের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

১৩ ম্যাচে ৯ জয় ও ৩ ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে রেয়াল মাদ্রিদ দুইয়ে, ৩৪ পয়েন্ট নিয়ে জিরোনা শীর্ষে আছে।

১২ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে আলাভেস।